adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তৌহিদকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ বিএনপির

image_75038_0ঢাকা: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলামকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের দাবি, দুই দিন আগে প্রেসক্লাব থেকে আটক করে নোয়াখালীতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। সোনাইমুড়ি ও চাটখিলের কয়েকজন আওয়ামী লীগ নেতার ইন্ধন ও নোয়াখালীর এসপি আনিসুর রহমানে নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ অভিযোগ করেন।

এসময় এ হত্যাকাণ্ডসহ সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘসহ দেশি বিদেশি মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খোকন অভিযোগ করে বলেছেন, ‘গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় বিএনপি নেতা তৌহিদুল ইসলাম ও সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনকে সাদা পোশাকধারী পুলিশ আটক করে  রাতে পল্টন থানায় সোপর্দ করে। ২৯ জানুয়ারি তাদেরকে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশে নোয়াখালী পুলিশ লাইনে নেয়া হয়।

তিনি বলেন, ‘তাদের দুইজনকে ক্রসফায়ারে না দেয়ার জন্য পুলিশ সুপারকে আইনজীবীসহ বিভিন্ন জন অনুরোধ করেন। ২৯ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে পুলিশ লাইন থেকে বের করে তাদের সুধারাম থানায় নিয়ে যাওয়া হয়। এবং তৌহিদকে চোখ বেঁধে নিয়ে গিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়।’

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরকারের নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তৌহিদকে ক্রসফায়ারে হত্যার জন্য সোনাইমুড়ি ও চাটখিলের কয়েকজন আওয়ামী লীগ নেতা ইন্ধন দিয়েছে। এ ঘটনায় এসপি আনিসুর রহমানকে দায়ী করে অবিলম্বে এসপির সাসপেন্ড দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের প্রথম যুগ্মসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া