adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ২৩ বাংলাদেশি আটক

photo-1452658098ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৩ নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধপথে ভারতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাঁদের আটক করা হয়।এ ঘটনায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, অবৈধভাবে বেশ কয়েকজন নারী-পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছেন—এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালান। এ সময় তাঁরা ১৩ নারী ও ১০ পুরুষকে আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। 

আইয়ুব আলী আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তাঁদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। বিজিবির এই কর্মকর্তা জানান, এরই মধ্যে আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। তাঁরা এখন ওই থানা হেফাজতে রয়েছেন। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া