adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরো ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

photo-1452440414ডেস্ক রিপোর্ট : আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৯১টি।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ আজ রোববার বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ‘কয়েকদিন আগে এই অনুমোদন দেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, গত বুধবার এই অনুমোদন দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যেই সরকার এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিল।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জানান, অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি ঢাকায় এবং বাকি চারটি চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে স্থাপন করা হবে। ইউনিভার্সিটি অব স্কলারস নামে একটি বিশ্ববিদ্যালয় রাজধানী বাড্ডায় এবং তেজগাঁওয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্থাপিত হবে।

মানিকগঞ্জে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রামে  ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এবং খুলনায় নর্থ ইউনিভার্সিটি স্থাপন করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া