adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সঙ্গে আলোচনার পরেই পাকিস্তানের সিদ্ধান্ত

image_70868_0ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার পরও শ্রীলঙ্কা সফর, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। শনিবার কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হলেও পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনও অনিশ্চিত।





বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সরকারের সঙ্গে কথা বলবে তারপর সিদ্ধান্ত নিবে এখানে খেলবে কিনা। ’ 





এশিয়া কাপ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আজকে (শনিবার) কলম্বোতে এসিসির মিটিং ছিল। মূল এজেন্ডা যেটা ছিল তা হচ্ছে, ওরা মিডিয়া রাইটস কাকে দিবে। চূড়ান্তভাবে তারা স্টার ইন্ডিয়াকে এশিয়া কাপের মিডিয়া রাইটস দিয়েছে। ব্রডকাস্টাররা প্রশ্ন তুলেছিল, এশিয়া কাপের ভেন্যু কোথায় হবে। আপনারা জানেন ভেন্যু নিয়ে একটু সংশয় ছিল। তাদের বলা হয়েছে ভেন্যু বাংলাদেশে বহাল থাকবে। বাংলাদেশে এশিয়া কাপ ২০১৪ সালে অনুষ্ঠিত হবে।’





এশিয়া কাপ নিয়ে বিকল্প ভেন্যুর কোনো আলোচনা কি উঠেছিল এমন প্রশ্নে তিনি বলেন,‘ এখানে কথা উঠেছিল। কোনো কারণে যদি এশিয়া কাপ বাংলাদেশে আয়োজন করা না যায় তাহলে একটা বিকল্প ভেন্যু ঠিক করতে শ্রীলংকা আগ্রহী ছিল। কিন্তু সেখানে সর্বসম্মতিক্রমে বলে দেয়া হয়েছে, বিকল্প ভেন্যুর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশেই এশিয়া কাপ হবে।’





 শ্রীলংকা সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এটা সবুজ সংকেত কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘ অবশ্যই, এশিয়া কাপ যেটা বাংলাদেশে হবে, এটা আমাদের জন্য অনেক পজিটিভ খবর। সামনে এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা এর পজেটিভ একটা দিক আমরা দেখছি এখানে। শ্রীলংকা আসবে ২৪ জানুয়ারি। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের বোর্ড সভাপতির আলোচনা হয়েছে। এবং তারাও পজিটিভ। তারা ৮-৯ তারিখের মধ্যে তাদের সরকারের সঙ্গে বসে আমরা যে সিকিউরিটি প্ল্যান দিয়েছি ,তা নিয়ে আলাপ-আলোচনা করে জানিয়ে দিবে তারা কখন বাংলাদেশে আসছে। আমরাও আশাবাদী ।’





এশিয়া কাপে আফগানিস্তান যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন,‘ আগে এশিয়া কাপে চার দেশ ছিল। এখন আফগানিস্তানকে যুক্ত করা হয়েছে। আফগানিস্তান এখানে আসবে। আমাদের এখানে ম্যাচ হবে ফাইনালসহ ১১টা।’





সভায় পাকিস্তানের ভুমিকা নিয়ে তিনি বলেন,‘ আমি শুনেছি, আমি বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি, পাকিস্তান একটা প্রশ্ন তুলেছিল যে, তাদের নিরাপত্তার ব্যাপারে। যেহেতু আমরা সিকিউরিটি প্ল্যান দিয়েছি প্রতিটি দেশের জন্য। পাকিস্তান তাদের সরকারের সঙ্গে কথা বলবে সিকিউরিটি প্ল্যান নিয়ে। তারপর সিদ্ধান্ত নিবে এখানে খেলবে কিনা।





দলগুলোর জন্য সিকিউরিটি প্ল্যানে কি কি থাকছে- এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘সিকিউরিটি প্ল্যান অনেক বিশেষায়িত বিষয়। আমরা এখানে আপনাদের বিস্তারিত বলতে পারবো না। এটা সম্ভব না। যেটা দেওয়া হয়েছে, সেটা সর্বোচ্চ লেভেলের যা হয়ে থাকে সাধারণতঃ ভিভিআইপিদের জন্য। তেমন একটি প্ল্যান আমরা করে দিয়েছি। এমন কিছু হয়েছে কিনা ১১-১২ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে পরিস্থিতির অবনতি না হলে এশিয়া কাপ ঢাকায় হবে। এমন কোনো শর্ত দেওয়া হয়নি। আমার মনে হয় যে, আমরা সবাই আশা করি এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির আরও উন্নতি হবে।’





পাকিস্তান না আসলে চার দল নিয়েই এশিয়া কাপ হবে, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘কে আসবে না আসবে এই মুহূর্তে বলতে পারছি না। এটা তাদের ব্যাপার। এখনও সময় আছে। আমরা আশা করছি, ৫টা দলই টুর্নামেন্টে অংশ নিবে ।’





টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য, বিসিবির জন্য এটি স্বস্তির খবর কিনা এ প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই, সুখবর। আমরা বিষয়টিকে পজিটিভ হিসেবে দেখছি। সামনে শ্রীলংকা সিরিজ শুরু হবে। আমরা আশা করছি ৮-৯ তারিখের মধ্যে জেনে যাব শ্রীলংকা কখন আসবে। একই সিকিউরিটি প্ল্যান সব টুর্নামেন্টের জন্য প্রস্তুত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া