adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পায়ের আওয়াজ পাওয়া যায়’ অভিনয়ের ৪০ বছর

1বিনােদন ডেস্ক : সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অভিনয়ের ৪০ বছর পূর্তি হবে ২৫ নভেম্বর (শুক্রবার)।

এ যাবত নাটকটির ১৭৩টি প্রদর্শনী হয়েছে। একমাত্র ফেরদৌসী মজুমদারই নাটকের সব প্রদর্শনীতে অভিনয় করেছেন। নাটকের প্রথম প্রদর্শনীর অভিনেতা কেরামত মওলা এখন আবার নিয়মিত অভিনয় করছেন।

2নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জানান, ৪০ বছর আগে মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্যটি। ২৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় সেই ঐতিহাসিক মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী হবে। শুরুতে থাকবে ৪০ বছর পূর্তির সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা।

রামেন্দু মজুমদার বলেন, ‘চার দশক আগে প্রথম মঞ্চায়নের পরপরই এর রচনাশৈলী, বিষয়বস্তু ও প্রকাশনা সৌকর্যের জন্যে দর্শকমহলে ব্যপক সাড়া জাগাতে সক্ষম হয় নাটকটি। এক বছরের মধ্যে নিয়মিত অভিনয়ে বাংলাদেশে প্রথম সুবর্ণ জয়ন্তী পালনের গৌরব অর্জন করে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সিউলে আইটিআই আয়োজিত ৫ম তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে ১৯৮১ সালের ২০শে মার্চ নাটকটির দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারতের বাইরে বহির্বিশ্বে এটি ছিল প্রথম কোন বাংলাদেশের নাট্যদলের অভিনয় প্রদর্শন।’

চার দশকের মধ্যে ১৯৮৭ সালের ২৫শে মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে নাটকটির একটি প্রদর্শনীকে বিশেষ বলে উল্লেখ করেন রামেন্দু মজুমদার। এদিকে থিয়েটার নাট্যদল সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের ২৩ শে মার্চ নাটকটির শততম অভিনয় হয়। স্বাধীনতা দিবসের বিশেষ নাটক হিসেবে থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়।

মাঝে প্রায় বছর দশেক নাটকটির অভিনয় হয়নি, বাংলাদেশের কোন নাটক ৪০ বছর ধরে মঞ্চস্থ হয়নি। বিরতির পরে নতুন করে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

বর্তমানে এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফ হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুণা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা পল্লী, কাওসার রাজীব, আতিকুর রহমান ও এরশাদ হাসান।

৪০ বছরে প্রায় ৭০ জন অভিনেতা বিভিন্ন পর্যায়ে এ নাটকে অভিনয় করেছেন। এদের মধ্যে আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, জহিরুল হক, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, রেখা আহমেদ, খায়রুল আলম সবুজ, আরিফুল হক, কাজী তামান্না, গোলাম রব্বানী, ঝুনা চৌধুরী, তবিবুল ইসলাম বাবু, আফরোজা বানু, শিরিন বকুল, শান্তা ইসলাম, তৌকির আহমেদ, আসিফ মুনীর প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া