adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৭০ কোটি টাকা লটারি বিজয়ীর দাবিদার নেই

16010_97734আন্তর্জাতিক ডেস্ক :লটারির পুরস্কারের অর্থমূল্য পাঁচ কোটি ৪০ লাখ পাউন্ড, যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ৫৭০ কোটি টাকার বেশি। কিন্তু ব্রিটেনে বুধবারের ড্রতে জ্যাকপট বিজয়ী এই টাকার কোনো দাবিদার এখনো মেলেনি।

বৃহস্পতিবার বিবিসি অনলাইনে খবরে জানা গেছে।

এখন এ টাকার কী হবে? কোনো দাবিদার না থাকায় এই অর্থ যোগ হবে পরবর্তী লটারিতে।

ন্যাশনাল লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যামেলট জানায়, বুধবারের ড্রতে জ্যাকপট বিজয়ী না থাকায় শনিবার যে ড্র হবে তার পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৭৮ লাখ পাউন্ড।

ন্যাশনাল লটারিতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। প্রায়শই বিজয়ী টিকেটের মালিককে খুঁজে পাওয়া যায় না।

কারণ কী?

অনেক সময় লোকে টিকেট কিনে তার নম্বর মেলাতে ভুলে যায়, কিংবা টিকেট হারিয়ে ফেলে অথবা টিকেটসহ পোশাক চলে যায় ধোলাইতে।

ন্যাশনাল লটারিতে এর আগে সবচেয়ে বেশি অর্থ জয়ের ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। বেলফাস্ট শহরে আইরিস জেফ্রি নামে এক মহিলা দুই কোটি ১০ লাখ পাউন্ড জ্যাকপট জিতেছিলেন, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২২৮ কোটি টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া