adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২২.৬৪ শতাংশ

weekly-tradeডেস্ক রিপোর্ট :  সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢ্কাা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২২.৬৪ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ার কারণে লেনদেনের পরিমাণ বেড়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
মূলত ১৫ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও দুই বছর সময় বাড়ানোর ঘোষণা দেন। আর অর্থমন্ত্রীর এ ঘোষণার পর থেকে বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।
গত সপ্তাহে লেনদেনের পাশাপাশি সূচক ও বাজার মূলধনের পরিমাণ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আগের সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯০ কোটি ৬৩ লাখ টাকা। আর গত সপ্তাহে তা বেড়ে হয়েছে ২ হাজার ১৯৬ কোটি টাকা। এ হিসাবে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি টাকা। গত সপ্তাহে তা বেড়ে হয়েছে ৪৩৯ কোটি টাকা।
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৬.৯৩ শতাংশ লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে। ২.৪৫ শতাংশ ‘বি’ক্যাটাগরিভুক্ত, ৯.৮৭ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৭৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩২৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।
বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে গত সপ্তাহে ডিএসইর তিনটি সূচকই বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২.১২ পয়েন্ট। সূচক বৃদ্ধির এ হার ০.৯৩ শতাংশ।
৪৫৩১.৬৩ পয়েন্ট দিয়ে যাত্রা শুরুর পর সপ্তাহশেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৭৩.৭৫ পয়েন্টে। আগের সপ্তাহে সূচক বেড়েছিল ৯৮.০৫ পয়েন্ট।
এ ছাড়া ডিএসই৩০ সূচক ০.৫০ শতাংশ বা ৮.৫৮ পয়েন্ট বেড়ে ১৭২৯.৬৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ০.৮৮ শতাংশ বা ৯.৬৪ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষে ১১০১.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আগের সপ্তাহের তুলনায় ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৪৩ শতাংশ।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১৩ হাজার ৬৯৭ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৯ কোটি টাকা।
সপ্তাহশেষে লেনদেনের শীর্ষে রয়েছে সাইফ পাওয়ারটেক। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৮৭ কোটি ৮২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের মোট লেনদেনের ৪ শতাংশ লেনদেন হয়েছে এ কোম্পানির। অপরদিকে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। এ কোম্পানির ৮৪ কোটি ১২ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়েছে, যা বিদায়ী সপ্তাহের মোট লেনদেনের ৩.৮৩ শতাংশ। অপরদিকে ৭১ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা লেনদেনের ফলে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল, তিতাস গ্যাস, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, ইউনিট পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া