adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাদিথা যুদ্ধে আইএসআইএলের ২৫০ যোদ্ধা নিহত

news_img (1)আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি শহর হাদিথা দখল করতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড দ্য লিভেন্ট (আইএসআইএল)। সেখানকার উপজাতীয় আল-কুদস বাহিনী ২৫০ আইএআইএল যোদ্ধাকে গত তিনদিনের যুদ্ধে হত্যা করেছে বলে দাবি করেছে। খবর আল-জাজিরার। হাদিথা ইরাকের একটি গুরুত্বপূর্ণ একটি শহর। শহরটির নিয়ন্ত্রণ ছিল আইএসআইএলের হাতে। কিন্তু গত তিন দিন ধরে ইরাকি বাহিনী ও উপজাতীয় আল কুদস বাহিনী ইসলামিক স্টেট যোদ্ধাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তুমুল যুদ্ধে ইসলামিক স্টেটের ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার উপজাতীয় বাহিনী এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। এর আগে ইরাকের আনবার প্রদেশের রামাদি শহর আইএস মুক্ত করেছিল ইরাকি বাহিনী। এখন হাদিথা আইএস মুক্ত করা সময়ের ব্যাপার মাত্র। আইএসের সকল গাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে হাদিথা যুদ্ধে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া