adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেবিলে ফুটবল খেলা বন্ধ করুন

img_2176_96841ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন আহমেদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত আটবছর সভাপতির দায়িত্বে থেকে তিনি বাফুফেকে ‘কী দিয়েছেন’ এ প্রশ্ন তুলছেন ফুটবল সংশ্লিষ্টরা। তারা বলছেন, টুর্নামেন্টের নামে ‘বানরের পিঠা ভাগ’ গল্পের প্রতিফলন ঘটাচ্ছে বাফুফে। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৭ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বক্তারা এ মন্তব্য করেন। ধানমন্ডির শেখ জামাল ক্লাবের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এবারের বার্ষিক সাধারণ সভায় ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটিতে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মনজুর কাদের। সদস্য নির্বাচিত হয়েছেন, নাজিম আহমেদ, আব্দুল্লাহ আল জহির স্বপন, ওসমান গনি তালুকদার, নাসির হোসেন, হাসান আহমেদ চৌধুরী কিরণ, এবিএম সিদ্দিক, আব্দুল গাফফার, ইকবাল খোকন, ফিরোজ আলম ও সালাউদ্দিন আহমেদ।  
ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের বলেন, ‘শেখ জামাল ক্লাবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফুটবলকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে।’ তিনি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের উদ্দেশ্যে বলেন, ‘টেবিলে বসে ফুটবল খেলা বন্ধ করুন। তা না হলে পরিণাম ভাল হবে না।’
দায়িত্ব নেয়ার পর বাফুফে সভাপতির অর্জন কী জানাতে চেয়ে শেখ জামাল ক্লাবের প্রেসিডেন্ট বলেন, ‘গত আট বছরে আপনি কী করেছেন? তখন বাংলাদেশের ফুটবল ফিফা র‌্যাংকিংয়ে কোথায় ছিল, আর এখন কোথায় আছে?’ তিনি বলেন, ‘শুধু টুর্নামেন্ট দেখালেই চলবে না। বানরের পিঠা ভাগ দেখিয়ে কিছু পয়সা কড়ি লোটার জন্য টুর্নামেন্ট করলে চলবে না। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাইরে থেকে যে দল আনা হচ্ছে সব তৃতীয় শ্রেণীর। বাংলাদেশের দল ছাড়াও অন্য দেশের ক্লাব টিমগুলোকে আনা হচ্ছে। অথচ বাংলাদেশের চ্যাম্পিয়ন দলগুলোকে নেয়া হচ্ছে না। ন্যাশনাল চ্যাম্পিয়ন শেখ জামাল ও রানারআপ শেখ রাসেল ক্লাবকে সুযোগ দিতে ফুটবল ফেডারেশনের কি লজ্জা করে?’
মনজুর কাদের আক্ষেপ করে বলেন, ‘শেখ জামালের খেলোয়ারদের আটকে রাখা হচ্ছে, আমাদের কাছে আসতে দিচ্ছে না। খেলোয়ারদেরকে এত কষ্ট করে লালন-পালন করছি। অথচ তাদের সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চরছে। লজ্জা হয় বলতে, ভারতের কেরেলায় আমাদের খেলোয়ারদের রেখে চলে এসেছে বাফুফে। এখন প্রশিক্ষণে বিঘœ ঘটছে না?’ ফুটবল ফেডারেশনের কোনো মাস্টার প্ল্যান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জেলা পর্যায়ে তিন বছরে এককভাবে লীগ চালু করার চেষ্টা করেছি। একা কারো দ্বারা সম্ভব নয়। অপ্রিয় হলেও সত্য বাফুফে এতে কোনো নজর দিচ্ছে না।’ তিনি বলেন, ‘এদেশে আসলামের জš§ হচ্ছে না, এনায়েতের জš§ হচ্ছে না, গাফফারের জš§ হচ্ছে না, বাদল রায়ের জš§ হচ্ছে না। আমি তাদের কথা বলছি এ কারণে যে, তার শেরে বাংলা কাপ, সোহরাওয়ার্দী ন্যাশনাল চ্যাম্পিয়ন কাপ থেকে এসেছে। আমাদের দেশে শেরে বাংলা কাপ হচ্ছে না, কেন সোহরাওয়ার্দী কাপ হচ্ছে না? 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া