adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কীর্তির স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের পুলিশ

ডেস্ক রিপোর্ট : জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশের এনওয়াইপিডি অফিসার জামিল সরোয়ার জনি। 
সম্প্রতি নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর পুলিশ প্লাজা’য় অনুষ্ঠিত ‘এশিয়ান হেরিটেজ নাইট’  শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার উইলিয়াম জে. ব্রাটন জনির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিউইয়র্ক পুলিশ অফিসারদের তিনটি পৃথক সংগঠন দেশি সোসাইটি, এশিয়ান জাদে সোসাইটি এবং কোরিয়ান সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
জামিল সরোয়ার জনি পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার অ্যাডভোকেট সরোয়ার হোসেনের ছেলে। মা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক প্রিন্সিপ্যাল অধ্যাপক রেনু সুলতানা।
ব্রাটন বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই সাহসিকতাপূর্ণ কাজ অন্য কর্মকর্তাদের উৎসাহিত করবে এবং সন্ত্রাসীদের মনোবলকে ভেঙে দেবে।
এ সময় আরও দু’জন পুলিশ অফিসার জেমস লিও র‌্যান্ডি চাও এবং স্টেট অ্যাসেম্বলিম্যান রণ কিমকেও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা রানা সিংহকে মরণোত্তর সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশের প্রথম উপ-কমিশনার রাফায়েল পিনেরো, কমিউনিটি অ্যাফেয়ার্সের প্রধান জোয়ানে জেফি, পরিবহন প্রধান টমাস এম. চ্যান, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ লতিফ, সরদার মামুন, হেমায়েত সরকার, অর্পণ এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং সাপ্তাহিক বাঙালি’র সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
গত ৮ মে নিউইয়র্কের ব্রকলিনের অভিজাত ডাইকার বিচ গলফ ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এনওয়াইপিডি মুসলিম অফিসার্স অ্যাসোসিয়েশন জামিল সরোয়ার জনিকে সেরা অফিসারের পদক প্রদান করে।
২০০৬ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে ২০১২ সালে নিউইয়র্ক পুলিশের অপারেশন ইমপ্যাক্ট ইউনিটে যোগদান করেন জনি। ২০১৩ সালের ৪ জুলাই ব্রকলিনের সাইপ্রাস হিল এলাকায় দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক জখম হন তিনি। 
একই বছরে নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে আমেরিকান ল’ এনফোর্সমেন্টের সর্বোচ্চ সম্মানজনক পদক ‘পারপল হার্ট’ লাভ করেন জনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া