adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা আবারও শীর্ষে

comilla-victorians-logo-bpl-t20-2015জহির ভূইয়া ঃ বিপিএলে চট্টগ্রামের উইকেটে নিজেদের প্রথম স্থানটি কুমিল্লা হারিয়ে ছিল বরিশালের কাছে। কিন্তু চট্টগ্রামকে আজ তাদের ঘরের মাঠে ৫ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান গ্রহন করেছে কুমিল্লা। তবে বরিশালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কুমিল্লা। ৭ ম্যাচে ৫ জয় পাওয়া কুমিল্লার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ ম্যাচে ৫ জয় পাওয়া বরিশালের একটি সুযোগ বেশি থাকছে।
১৩৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে কুমিল্লার ওপেনিং জুটি ৩ রানেই থেমে যায়। লিটন দাসকে ৩ রানের মাথায় তাসকিন ফেরত পাঠালেন। এরপর অপর ওপেনার ইমরুল আর আহমেদ সেজাদের দ্বিতীয় জুটি কুমিল্লার স্কোরকে ৫৫ পর্যন্ত টেনে নেয়। ৩৫ রান করা ইমরুল দিলশানের বলে ক্যাচ দিলেন। এবার সেজাদের সঙ্গী সোয়েব মালিক। দলের রান ৯৪ যাবার পর ব্যক্তিগত ৩৭ রানে সেজাদ ক্যাচ দিলেন। আর আজহার জাইদির বলে আমির ব্যক্তিগত ৮ রানে ক্যাচ তুলে বিদায় নিলে স্কোর ৪ উইকেটে ১১০ রান। আমিরের বলেই শুভাগত হোম ২ রানে বোল্ড হলেন।
১৮.১ ওভারে ৫ উইকেটে ১২১ রান। জয় পেতে দরকার ১১ বলে ১৬ রান। ১৮ রানে সোয়েব মালিক আর অলক কাপালি ৬ অপরাজিত। এই দুই ব্যাটসম্যানই ম্যাচ শেষ করে দেন ২ বল অক্ষত রেখেই। ১৯.৩ ওভারে স্কোর ১৪২ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস ৫ উইকেটে ১৩৬ রানেই গুটিয়ে যায় কুমিল্লার বোলিং তোপের মুখে। ওপেনার তামিম ২৭ রানে আর ওয়ান ডাউনে নামা মমিনুল হক শূণ্য রানে ফেরত গেলে চাপে পড়ে চট্টগ্রাম। কিন্তু লঙ্কান ব্যাটসম্যান দিলশানের ৩৯ রানের সুবাদে কিছুটা চাপ কমেছে বলে যখন মনে হচ্ছিল তখনই আসে নতুন আঘাত। আজহার জাইদি দিলশানকে বোল্ড করলেন। স্কোর ৩ উইডকেটে৭৮ রান।
মিডল অর্ডারে উমর আকমল আর মোহাম্মদ আমির টিকে থাকার চেস্টা বিফলে যায় আমিরকে আবু হাইদার ৮ রান করার পর ইমরুলের হাতে তালুবন্দি করলে। জিয়াউর রহমান ও বিলওয়াল দুই জনেই ২ রান করে যোগ করেন। শেষ অবদি ৪৯ রানে অপরাজিত থাকা ওমর আকমলের ফিফটি দেখা পাওয়া হল না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া