adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আ.লীগ-বিএনপি

news_img (1)ডেস্ক রিপোর্ট : সাগর-চাপা কলার রাজধানী হিসেবে খ্যাত নরসিংদী জেলা। আর এই জেলা শহরের প্রাণকেন্দ্রে এখন চলছে পৌর নির্বাচনের আমেজ। অত্যন্ত জনবসতির এই নগরির চারিদিকে শুধু নির্বাচনী আলোচনা ছাড়া আর যেন কিছুই নেই। কে হবেন প্রয়াত মেয়র লোকমানের উত্তরসূরী। এমন আলোচনাই এখানকার সাধারণ ভোটারদের মাঝে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চিত্র পাল্টে যাচ্ছে। এখানে গোপনে গোপনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী কাইয়ুমের মোবাইল ফোন প্রতিকের পক্ষে কাজ করতে দেখা গেছে। 

বিশেষ করে আওয়ামী লীগের অনেক পদভারী নেতারা এখন মেয়র লোকমানের সবচেয়ে আস্থাভাজন শীর্ষ কাইয়ুমের পক্ষেই রয়েছেন বলে জানায় নরসিংদী জেলা আওয়ামী লীগের অনেক নেতা। শুধু তাই নয়, জাতীয় পার্টির নেতাকর্মীও এখন স্বতন্ত্র প্রার্থী কাইয়ুমের পক্ষে রয়েছেন। নরসিংদীতে মেয়র লোকমানের প্রকৃত অনুসারিরা এখন তার ভাই কামরুলের পক্ষে নেই। আর এসব লোকজন এখন লোকমানের আস্থাভাজন শীর্ষ (সেকেন্ড ইন কমান্ড) কাইয়ুমের পক্ষেই রয়েছেন। 

নরসিংদী পৌর এলাকার সাধারণ ভোটারদের অতিপ্রিয় ব্যক্তি প্রয়াত মেয়র লোকমান। আর এই লোকমানের দোহাই দিয়েই ভোট চাওয়া হচ্ছে এখানে। প্রতিদ্ধন্দ্বি প্রার্থীদের মধ্যে একজন লোকমানের ছোটভাই আরেকজন লোকমানের আস্তাবাজন শীর্ষ। এদের একজন আওয়ামী লীগের নৌকা পেলেও অন্যজন পায়নি। তবে মেয়র লোকমানের আস্থাবাজন শীর্ষ কাইয়ুমের মোবাইল ফোন প্রতিকের পাল্লাই ভারি রয়েছে বলে জানায় সাধারণ ভোটার। 

অপরদিকে বিএনপিতে একক প্রার্থী থাকলেও পক্ষে নেই পদভারী নেতারা। বিএনপির ধানের শীষের প্রার্থী সোহেল নাকি ডামি প্রার্থী এমন গুঞ্জন রয়েছে শহরে। শুধু তাই নয়, এখানে সাধারণ মানুষের মাঝে আলোচনা রয়েছে যে, নৌকা মার্কা তো অন্তরের, কিন্তু মানুষটা তো পছন্দের না। অপরদিকে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী কামরুল প্রতিদ্ধন্দ্বি মনে করছেন বিএনপিকে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মূলত এখানে প্রতিদ্ধন্দ্বিতা হবে ত্রিমুখী। অপরদিকে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলামের বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে। 

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতেছি। 

এদিকে নরসিংদী শহরে গুঞ্জন রয়েছে, ‘আওয়ামী লীগের নৌকায় ডাকাত ভর করেছে’। এর ব্যাখ্যা দিতে গিয়ে বিদ্রোহী প্রার্থী (মোবাইল ফোন) কাইয়ুম বলেন, কামরুল তিনটি ডাকাতি মামলার আসামি এবং ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। নেত্রীর সম্মান রক্ষার্থে ও নৌকাকে কলঙ্কমুক্ত করতে নির্বাচনে অংশ নিয়েছি।

১০.০৮ বর্গ কিলোমিটারের নরসিংদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ২৪ জন। এরমধ্যে পুরুষ ৪৩ হাজার ৩৭৮ জন ও মহিলা ৪৩ হাজার ৬৪৫ জন। এখানে মেয়র পদে ৫ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। 

এখানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী কামরুল ইসলাম, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের সাইফুল ইসলাম সোহেল, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোবাইল ফোন প্রতিকের এসএম কাইয়ুম, জাতীয় পার্টির (মঞ্জু) মনোনিত বাইসাইকেল প্রতিকের সাদেকুর রহমান সাদেক, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতিকের ফারজানা আক্তার নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন। তবে একমাত্র মহিলা মেয়র প্রার্থী থাকলেও প্রচারণায় মাঠে নেই। 

সোমবার রাত পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানী ঢাকার পূর্বে বাণিজ্যিক নগরি হিসেবে খ্যাত নরসিংদী শহরের চারিদিকে শুধু নির্বাচনী প্রচারণা। যেদিকে তাকানো হয়, সেদিকেই শুধু পোস্টার আর পোস্টার। শহরের এই গলিতে যদি থাকে নৌকার মাইকিং তো পাশের অন্যগলিতে রয়েছে ধানের শীষের মাইকিং। আবার পাশেরই আরেকটি গলিতে রয়েছে মোবাইল ফোনের মাইকিং। এ যেন এক উৎসবের নগরিতে পরিণত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া