adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপ জয়ের দৌড়ে কুমিল্লা, বরিশাল আর রংপুর

bpl news ogoজহির ভূইয়া ঃ কুমিল্লা, বরিশাল আর রংপুর এখন বিপিএলের শিরোপা জয়ের দাবি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লড়াই করছে। শিরোপা জয়ের দৌড়ে এই তিন দল প্রায় কাছাকাছি অবস্থানে আছে। মিরপুরের উইকেটে ২৪ ম্যাচ আর চট্টগ্রামের উইকেটে ১৪ ম্যাচ শেষে হবার আগেই এই পরিসংখ্যান সামনে চলে এসেছে। চট্টগ্রামে আজকের ম্যাচটি শেষ হবার পরও পয়েন্ট টেবিলে তিন দলের হিসেবটাই বহাল থাকছে।
বিপিএলে ঢাকায় বাকী আছে দুই সেমিফাইনাল, তৃতীয় ও ৪র্থ দলের লড়াই আর ফাইনালসহ ২০টি ম্যাচ। হিসেব বলেছে এই তিন দলের মধ্যেই যে কেউ শিরোপা জিতে নেবে। গত আসরের শিরোপী জয়ী ঢাকার সম্ভাবনা নেই বলেই চলে। গত আসরের ঢাকা এবার পয়েন্ট টেবিলের ৪র্থ দল।
কুমিল্লা পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। ৬ ম্যাচ শেষ করে মাশরাফির দলটি ৪ জয় আর ২ হার নিয়ে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। নেটরান রেট +০.৬৭৯। কিন্তু এক ম্যাচ কম খেলে সুবিধা জনক অবস্থানে আছে বরিশাল। ৫ ম্যাচ শেষ করে ৪ জয় ও ১ হার নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করা দলটির রানরেট +০.৪৩৩। অপর দিকে তৃতীয় দল রংপুরের পয়েন্ট ৬ ম্যাচে জয় ৪ আর হার ২, নেট রানরেট +০.২৪৩। এই দুই দলের জমজমাট লড়াই চট্টগ্রামের উইকেটে দুপুরে। ফলাফলের উপর নির্ভর করছে কোন দল দ্বিতীয় অবস্থানে যাবে।
কারন আজ যদি তৃতীয় অবস্থানে থাকা রংপুরকে হারাতে পারে দ্বিতীয় দল বরিশাল তাহলে কুমিল্লার শীর্ষস্থান দখলে নেবে বরিশাল। অন্যদিকে সাকিবের রংপুর যদি রিয়াদের বরিশালকে হারাতে পারে তাহলে বরিশালের দ্বিতীয় স্থান দখল পেয়ে যাবে। ঘুরে ফিরে এই তিন দলের মধ্যেই সব হিসেব-নিকেষ আটকে গেছে।
কারন অন্য তিন দল ঢাকা, সিলেট আর চট্টগ্রামে এ পর্যন্ত শেষ করা ম্যাচ শেষে যা সংগ্রহ তাতে ঢাকায় ফিরে হাতে থাকা ম্যাচের পয়েন্ট নিয়ে কিছুই করা সম্ভব নয়। ৬ ম্যাচে ৩ হার ও ৩ জয় পাওয়া ঢাকার ৬ ডিসেম্বর থেকে ম্যাচ খেলবে হাতে থাকা ৪টি। তাতে ৪ ম্যাচেই জয় পাবে ঢাকা এমনটা ভাবনার কোন কারন নেই। ৭ ম্যাচে ২ জয় আর ৫ হার নিয়ে ৫ম সারির দল চট্টগ্রাম এবং সিলেট ৬ ম্যাচে ২ জয় নিয়ে ৪ হারে তলানিতে অবস্থান করছে।
বিপিএল পয়েন্ট টেবিল
দল                      ম্যাচ    জয়    পরাজয়    পয়েন্ট    রানরেট
কুমিল্লা ভিক্টোরিয়ানস    ৬       ৪      ২           ৮    +০.৬৭৯
বরিশাল ব্লুস             ৫       ৪      ১           ৮    +০.৪৩৩
রংপুর রাইডার্স           ৬      ৪       ২           ৮    +০.২৪৩
ঢাকা ডাইনামাইস        ৬       ৩      ৩          ৬    Ñ০.২১৬
চট্টগ্রাম ভাইকিংস         ৭       ২       ৫          ৪    -০.৪৭২
সিলেট  
সুপার            ৬       ১      ৫           ২    -০.৫৪৪

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া