adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএফইউজে’র সভাপতি আলতাফ, মহাসচিব ফারুক

Altaf-Omar-1 (1)নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে ১০১ ভোট বেশী পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ। মহাসচিব পদে ৪২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক (বাসস)।
এদিকে ঢাকার ভোটে কোষাধ্যক্ষ পদে ৭১১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আতাউর রহমান (বাসস)। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পদে মধুসূধন মণ্ডল পেয়েছেন ৬২৬।
এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে ৫০১ ভোট পেয়ে অমিয় ঘটক পুলক (অবজারভার) এবং সহ-সভাপতি পদে ৯০০ ভোট পেয়ে জাফর ওয়াজেদ (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন) ৮০৯ ভোট, মফিদা আকবর ৭২২, শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়াদিগন্ত) ৫৮২, স্বপন দাসগুপ্ত (দৈনিক বর্তমান) ৫৯৬ ভোট।
ঢাকার মোট ভোটার ২ হাজার ৫১১। এর মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৪২৮টি।
এ ছাড়া ঢাকার ভোটারের মধ্যে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল ভূঁইয়া ৬০৫ ভোট, সহ-সভাপতি পদের নাসিমুন আরা হক ইনু ৪৪০, মহাসচিব পদে মোল্লা জালাল ৫৭৫, খায়রুজ্জামান কামাল ২৩৩, যুগ্ম-মহাসচিব পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রফিকুল ইসলাম সবুজ ৪৪৫ এবং আব্দুল মজিদ পেয়েছেন ৪১৩ ভোট।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, নায়ায়ণগঞ্জ ও কক্সবাজারে ভোটগ্রহণ হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া