adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের সমস্যা গুরুতর কিছু নয়

নিজস্ব প্রতিবেদক : ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এটা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিতসক ডা. দেবাশীষ চৌধুরী।
অ্যাপোলো হাসপাতালে তার ডাক্তারি পরীার রিপোর্ট পেয়ে শুক্রবার ডাক্তার দেবাশীষ বলেন, আমরা ওর পরীার রিপোর্ট পেয়েছি। ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা লিভারের এক ধরনের প্রদাহ।
গত কয়েক দিন ধরে মুশফিক জ্বরে ভুগছেন বলে জানান দেবাশীষ। তবে এটা গুরুতর কোনো সমস্যা নয়। শুক্রবার মুশফিক অনেকটাই ভালো আছে। জ্বরটাও অনেক কম। শনিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না মুশফিকের। ডা. দেবাশীষ জানান, এ ধরনের অসুস্থতায় শারীরিক দুর্বলতা দেখা দেয়। যা কাটিয়ে উঠতে মুশফিকের বেশ কিছু দিন সময় লাগবে।
সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে এই উইকেটরক-ব্যাটসম্যানের কত দিন সময় লাগবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয় জানিয়ে ডা. দেবাশীষ বলেন, আজ-কালের মধ্যে আরও কিছু টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। সেগুলো পাওয়ার পরই বোঝা যাবে পুরোপুরি সুস্থ হতে মুশফিকের কত দিন সময় লাগতে পারে।
এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে মুশফিকের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত কয়েক দিন ধরে চলতে থাকা জ্বর না কমায় বৃহস্পতিবার পরীা করতে হাসপাতালে যান মুশফিক। এরপরই চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া