adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে

Nazmul Hasan paponজহির ভূইয়া ঃ  দুই দিন আগে সিলেট-চট্টগ্রামের ম্যাচ শুরু করা নিয়ে অঘটনের রেশ এখনও ক্রীড়া মহল গরম করে রেখেছে। বিসিবি আর বিপিএল কমিটি বিষয়টি দুই পক্ষকেই না বাড়াতে অনুরোধ জানালেও ভেতওে ভেতওে প্রসঙ্গটি তেঁতে আছে। তা পরিস্কার হয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে। দুই দিন দেরিতে হলেও মুখ খুলেছেন বিসিবি সভাপতি। পাপন ঘোষনা দিলেন- তামিমের অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
মিরপুরে স্টেডিয়ামে আজ আনুষ্ঠানিক ভাবেই পাপন তামিম ইকবাল ও সিলেটের মালিক আজিজুল ইসলামের মধ্যে ঘটে যাওয়া ঘটনা ছাড়াও বিপিএল প্রসঙ্গে অনেক কিছু খোলা মেলা বললেন মিডিয়ার সামনে। পাপন বলেন,‘এবারের বিপিএলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে বড় বিষয় ছিলো যে, আগে যে সমস্যা ছিলো এবার তা পাচ্ছি না। একটা ছিলো পেমেন্ট নিয়ে সমস্যা। এবার তা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে চুক্তি করেছিলো, সেভাবে পেমেন্ট দিচ্ছে। একটা সমস্যা ছিলো- ফিক্সিং। এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে, তাতে সে রকম কোনো সমস্যা পাওয়া যায়নি। সবচেয়ে ভালো যে বিষয়টা ছিলো, তা হলো- এবার প্রতিটি ম্যাচ অনেক কম্পিটিটিভ হচ্ছে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। এটা দারুণ বিষয়। প্রতিটি টিম ভারসাম্যপূর্ণ। স্থানীয় ক্রিকেটাররা দারুণ পারফর্ম করছে। এ ছাড়া এতো বেশি দর্শক হচ্ছে যে, খুব ভালো লাগছে। বিপিএলে এতো সেমিফাইনাল বা ফাইনালে হয়। এবার সব ম্যাচেই হচ্ছে।’
‘আমরা এখনো শিখছি। আগের সমস্যা এবার হচ্ছে না। তবে নতুন সমস্যা হচ্ছে। চিটাগং- সিলেটের যে বিষয়, এটা আমি সমস্যা হিসেবে ওখানে দেখিনি। তবে তামিমের বিষয়টা আলাদা। কারণ এখানে বেসিক জিনিস। আইন বলছে ক্রিকেটাদের তালিকা দিয়ে দেয়ার পরে তাতে পরিবর্তন আনা যায় না। তবে প্রতিপক্ষ অধিনায়ক যদি রাজী হয়, তবে আলাদা কথা। এটা নিয়ম। পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তামিমের অভিযোগটা আমরা পেয়েছি। এটা অনাঙ্খিত। আমরা তদন্ত করছি। আসলে ওই ঘটনাটা ঘটারই কথা না। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দলের অধিনায়কের সাথে অন্য দলের মালিকের তো দেখাই হওয়ার কথা না। দেখাটা হলো কিভাবে? তাদের তো দেখা হওয়ার কথা না! আকসুর নিয়মেই এটা তারা কোনোভাবে পারে না। তদন্ত চলছে। পুরো রিপোর্ট আমরা পেয়ে যাবো।’
‘ঢাকার সাপোর্টারদের মাঠে ঢুকে পড়ার ঘটনাটা আসলে ঘটেছে, কারণ টিম বাস এসেছে ভেবে সিকিউরিটিরা গেট খুলে দিয়েছে। কিন্তু তখনো টিম বাস অনেক পিছনে ছিলো। এ কারণেই সেটা হয়েছে। আমি উপরে ছিলাম। সেখান থেকে দেখেছি। যখন দেখলাম যে ছত্রভঙ্গ হওয়ার মতো কিছু ঘটছে, তখন বুঝলাম যে অবস্থা বেগতিক। তখন আমি ফোন করে বললাম, যাদের টিকিট নাই, তাদের বের করো এবং গেট বন্ধ করো।’
‘তামিমের অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তামিমের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষের কাছ থেকেই পেয়েছি। আমি সেদিন ছিলাম না। যারা উপস্থিত ছিলো ওদের সকলকেই কমিটির কাছে ঘটনা জানতে চেয়েছি। আমরা তদন্ত করছি। আশা করছি তা আমরা পেয়েছি।’
‘বিসিবির কিছু করার ছিলো না (সিলেটের দুই বিদেশি নিয়ে খেলা প্রসঙ্গে)। কারণ ওদের এনওসি কেন নেয়া হয়নি। আমি তা ওদের কাছে জানতে পারিনি। অন্য একটা পথ খোলা ছিলো ওয়াকওভার করা। যেটা বিপিএলের আরো বড় ক্ষতি হতো। এখন যা হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হতো। এখানে ছাড় দেয়ার কিছু নেই। ওরা বিসিবিকে আগেই বলেছিলো, কিন্তু বিসিবি তাদের সে অনুমতি দেয়নি। পরে বাধ্য হয়েই তারা দুজন নিয়ে খেলেছে।’
‘ক্রিকেটারদের যেভাবে টাকা দেয়ার কথা ছিলো সেভাবে দেয়া হচ্ছে। বিসিবি দলগুলোর কাছ থেকে ব্যাংক গ্যারান্টি দেয়া হয়েছে। কেউ যদি পেমেন্ট না দেয়, বা মিস করে তাহলে আমরা তা দিব। এখন ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমেই পেমেন্ট হচ্ছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া