adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুদি দোকানির ছেলে প্যারিস হামলার পরিকল্পনাকারী

MUDIআন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশ করেছে ফ্রান্স। আবদেলহামিদ আবাউদ নামের ২৭ বছরের ওই তরুণ বেলজিয়ামের নাগরিক এবং তিনি মরক্কোর বংশোদ্ভূত। বর্তমানে আবাউদ সিরিয়ায় অবস্থান করছেন।
 
ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০১৩ সালে আবাউদ সিরিয়ায় আইএসে যোগ দেন। ওই সময় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মৃতদেহবোঝাই একটি গাড়ি চালিয়ে তিনি গণকবরের দিকে যাচ্ছেন। পরে তিনি তার ছোট ভাই ১৩ বছরের ইউনিস আবাউদকে আইএসে নিয়োগ দেন।
 
এর আগে অবশ্য আবদেলের পরিবার জানিয়েছিল, তিনি মৃত। তবে পুলিশ জানিয়েছে, ওই সময় তার পরিবার পুলিশকে ভুল তথ্য দিয়েছে এবং তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।
 
জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামের ভারভিয়ার্সে গত জানুয়ারিতে অভিযান চালিয়েছিল পুলিশ। ওই সময় পুলিশের গুলিতে দুজন নিহত হন। এ ছাড়া আহত হন আরো দুজন। আবদেল দাবি করেছিলেন, তিনি ওই সন্ত্রাসী গ্রুপটির নেতা । ওই সময় তার অনুপস্থিতিতে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
 
হামলার পর প্রতিক্রিয়ায় আবদেলের বাবা ওমর আবাউদ বলেছিলেন, ছেলের কর্মকাণ্ডে তিনি লজ্জিত।
 
ওমর আবাউদ বলেন, ‘আবদেল আমার পরিবারের জন্য লজ্জা বয়ে নিয়ে এসেছে। আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে।’
 
ওমর জানান, ৪০ বছর আগে তিনি বেলজিয়ামে এসেছিলেন খনিতে কাজ করতে।
এর পরই তার জীবনে উন্নতি এসেছে জানিয়ে ওমর বলেন, ‘আমরা উন্নতির সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি। আমি এই দোকানটি কিনেছি এবং আবদেলকেও আরেকটি কিনে দিয়েছি। আমাদের সুন্দর একটি জীবন ছিল।’
 
আবদেল কখনোই মারামারিতে জড়াত না উল্লেখ করে ওমর বলেন, ‘সে দুষ্ট ছিল না এবং ভালো ব্যবসায়ীতে পরিণত হয়েছিল। ২০১৩ সালে ছেলে যখন সিরিয়া পালিয়ে গেল, তখনই নাটকীয়ভাবে সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করে।’
 
ওমর বলেন, ‘ও কী কারণে চরমপন্থি হয়ে গেল, সে প্রশ্নটি প্রতিদিন নিজেকে করেছি। কিন্তু কোনো উত্তর পাইনি।’
 
সিরিয়ায় আবদেলহামিদ আবাউদ জঙ্গিদের কাছে আবু ওমর সৌসি ওরফে আবু উমর আল বালজিকি নামে পরিচিত। আইএসের পক্ষে প্রচারিত ভিডিওবার্তাগুলোতে তাকে ভারী অস্ত্রসহ দেখা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া