adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান পদ দলীয় রাখার সুপারিশ

CECনিজস্ব প্রতিবেদক : দলীয়ভাবে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের বিধান রেখে এ সংক্রান্ত বিলে সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। পৌরসভা আইন সংশোধনের জন্য ‘স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০১৫’ যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয় বৈঠকে।
বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সংশোধিত বিলের প্রতিবেদনও চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, ‘জেলা পরিষদ আইন আপাতত পাসের জন্য উত্থাপন না করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরে আলোচনা হবে।’
পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন নিয়ে আলোচনা হয়েছে। কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলেছে, শুধুমাত্র চেয়ারম্যান ও মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হবে। সিটি করপোরেশনের কাউন্সিলর, উপজেলা ও ইউপির ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হবে নির্দলীয়।
কমিটির এক সদস্য নাম প্রকাশ না করে জানান, একই পরিষদে দুই ধরনের আইন হতে পারে না। এ নিয়ে পরে আদালতে মামলা হলে পুরো নির্বাচনই আটকে যাবে। কিন্তু আইনমন্ত্রী বলেছেন, এ নিয়ে কোনো আইনী জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা নেই।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অধিকতর সংশোধনকল্পে সংসদে উত্থাপিত ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল, ২০০৯’, ‘উপজেলা পরিষদ বিল, ১৯৯৮’, ‘স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) বিল, ২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (পৌরসভা) বিল, ২০০৯’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থানের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ্ সভাপতিত্বে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙা, এ্যাডভোকেট মো. রহমত আলী, রাজি উদ্দীন আহমেদ, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার বৈঠকে অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত ও সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া