adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বাংলাওয়াশের লক্ষ্যে নামছে টাইগাররা

ABUক্রীড়া প্রতিবেদক : আগেই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় করেছে বাংলাদেশ। শুধু সিরিজ নয়, এক বছরে টানা পঞ্চম সিরিজ ঘরে তুলে লাল-সবুজের দেশ। আজ বাংলাওয়াশের লক্ষ্য টাইগারদের সামনে। ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত দশবার বাংলাওয়াশের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। একাদশ বাংলাওয়াশকে সামনে রেখে তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে ধোলাই করতে চান দলপতি মাশরাফি বিন মোর্তুজা। 

আজ বুধবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দলপতি মাশরাফি আগেই জানিয়েছিলেন, ওদের (জিম্বাবুয়ে) বিরুদ্ধে ধাপে ধাপে লক্ষ্য অর্জন করবো। প্রথম ধাপে সিরিজরে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে (১৪৫রান) জয়, দ্বিতীয় ধাপে দ্বিতীয় ম্যাচ জিতে (৫৮ রান) সিরিজ জয়ের পাশাপাশি টানা ৫টি সিরিজ জয়ের অনন্য রেকর্ড গড়েন মাশরাফিরা। এবার শেষ ধাপে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করার স্বপ্ন তাদের। 

সিরিজ শুরুর আগে বাংলাওয়াশ নিয়ে কথা বলেছিলেন সাকিব আল হাসান। তার মতে টানা দুই ম্যাচ জিতে গেলে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করা মোটেও কষ্টের হবে না। যদিও সাকিব মাঠে নেই, তাই বাংলাওয়াশ নিয়ে মাশরাফিকেই ভাবতে হচ্ছে। যদি আজ জিম্বাবুয়ে হেরে যায়, তাহলে তিনবার বাংলাওয়াশ করার কৃতিত্ব পাবে বাংলাদেশ। অনেক আগেই দু’দুবার করে নিউজিল্যান্ড আর কেনিয়াকে বাংলাওয়াশ করেছে লাল-সবুজের দলটি। ২০০৫ সালে ৪-০ এবং ২০০৬ সালে ৩-০ তে কেনিয়াকে বাংলাওয়াশ করেছিলো। এরপর শক্তিশালী নিউজিল্যান্ডকে ২০১০-১১ মওসুমে ৪-০তে এবং ২০১৩ সালে ৩-০ তে বাংলাওয়াশ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে ২০০৬ সালে ৫-০ তে, ২০০৪ সালে একই ব্যবধানে বাংলাওয়াশ হয় টাইগারদের কাছে। এছাড়া টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ২০০৯ সালে ৩-০ তে, পাকিস্তানকে ২০১৫ সালে ৩-০ তে, স্কটল্যান্ডকে ২০০৬ সালে ২-০ তে এবং আয়ারল্যান্ডকে ২০০৭ সালে ৩-০ তে বাংলাওয়াশ করেছিলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া