adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভায় ভাগ চায় দুই জোটের শরিকরা

cecডেস্ক রিপোর্ট : পৌরসভা নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে ভাগ চায় দুই জোটের শরিকরা। প্রধান দলের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ হারানোর পর শরিকরা নতুন দাবি তুলেছে। তারা পদভিত্তিক সমঝোতার মাধ্যমে ভিন্ন প্রতীকেও জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। নতুন বিধানে ভোটের লড়াইয়ে এক দলের প্রার্থীকে অপর দলের নেতাকর্মীদের সমর্থন দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ সুযোগটিই কাজে লাগাতে চান দুই জোটের নেতারা। এক্ষেত্রে তারা আওয়ামী লীগ ও বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তাদের এ মনোভাব সম্পর্কে জানা গেছে। শরিক দলের নেতাদের মতে, প্রার্থী মনোনয়ন দেয়ার আগে পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদগুলো সমঝোতার মাধ্যমে বণ্টন করে নিতে হবে। যেখানে নৌকা বা ধানের শীষের মেয়র বা কাউন্সিলর প্রার্থী থাকবে সেখানে শরিক দলের কোনো প্রার্থী দেয়া হবে না। একইভাবে যে পৌরসভায় শরিক দলের প্রার্থী থাকবে সেখানে নৌকা বা ধানের শীষের প্রার্থী থাকবে না। 

এ ফর্মুলায় ভিন্ন প্রতীকেও জোটবদ্ধভাবে নির্বাচন করা সম্ভব। তাদের মতে, রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়া উচিত। নির্বাচনে অনুকূল ফলাফল চাইলে জোটের শরিকদের ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে বলে নেতারা মনে করেন। 
এ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ১৪ দলীয় জোটে এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তবে আশা করছি এ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, এক দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে না পারলেও জোটে আসনভিত্তিক সমঝোতা হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি-জামায়াত জোটকে মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কোনো বিকল্প নেই। ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জোটের বৈঠকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেয়া উচিত বলে মনে করেন তিনি। ডিসেম্বরের শেষের দিকে সারা দেশে একযোগে ২৪৫ পৌরসভায় নির্বাচন হবে । দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এ লক্ষ্যে মাঠ পর্যায়ে সাজ সাজ রব উঠেছে। সম্ভাব্য প্রার্থীরাও মাঠে নেমেছেন। যে যার মতো গণসংযোগ শুরু করেছেন। চলছে ভোটারদের মন জয়ের নানা উদ্যোগ। পৌরসভা নির্বাচনের সাফল্য ঘরে তুলতে শাসক দল আওয়ামী লীগ ব্যাপক পরিকল্পনা নিয়েছে। বসে নেই বিএনপিও। তারা নির্বাচনে অংশ নেয়ার স্পষ্ট ঘোষণা না দিলেও দলটির তৃণমূল পর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। জোটভুক্ত দলগুলোর নেতারাও মাঠে নেমেছেন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এককভাবে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিকদলগুলোকে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। একটি রাজনৈতিক দলের প্রতীকে অন্য কোনো দল অংশ নিতে পারবে না। এ বিধানের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিকদেরও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়েই জোটের কোনো কোনো শরিক নির্বাচনে অংশ নিয়েছিল। দুই জোটের শরিকরা নতুন বিধান মেনে নিলেও তারা চান নির্বাচন হোক জোটবদ্ধভাবেই। জানা গেছে, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষিত আছে। স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচনে এসব দলের কেউ প্রার্থী হলে তাকে নির্ধারিত প্রতীক নিতে হবে। জাতীয় সংসদের মতো আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বিএনপির ধানের শীষে শরিক দলগুলোর প্রার্থীরা নির্বাচন করতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদের জন্য মেয়র পদে ১২টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০টি এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১২টি নির্দলীয় প্রতীক সংরক্ষণ করা হয়েছে। তবে নতুন বিধান অনুযায়ী নির্বাচনে এক দলের প্রার্থীকে আরেক দলের নেতাকর্মীরা সমর্থন জানাতে পারবেন। আর এ সুযোগটিই কাজে লাগাতে চান দুই জোটের শরিকরা। সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) (কুঁড়েঘর), গণতন্ত্রী পার্টি (হাঁস), তরিকত ফেডারেশন (ফুলের মালা), জাতীয় পার্টি (জেপি) (বাইসাইকেল) প্রতীক নিয়ে নেমে গেছে ভোট যুদ্ধে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে বিজেপি (গরুর গাড়ি), ইসলামী ঐক্যজোট (মিনার), খেলাফত মজলিস (রিকশা), এলডিপি (ছাতা), জাগপা (হুক্কা), কল্যাণ পার্টি (হাতঘড়ি), মুসলিম লীগ (পাঞ্জা), ন্যাপ (গাভী) এবং জমিয়াতে ওলামায়ে ইসলাম (খেজুর গাছ) তাদের যার যার দলীয় প্রতীকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, তাদের দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচন করবেন। দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

এ বিষয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া রোববার বলেন, তার দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে জোটের প্রধান দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল এমপি নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন দাবি করে বলেন, তারা মনে করেন বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং বিএনপি-জামায়াত জোটকে মোকাবেলায় ১৪ দলীয় জোটের ঐক্যবদ্ধভাবে পৌরসভা নির্বাচনে অংশ নেয়া উচিত। তিনি বলেন, এক্ষেত্রে জোটের প্রধান দল আওয়ামী লীগকে উদার হতে হবে। শরিক দলগুলোর যেসব মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর অবস্থা ভালো তাদের ছাড় দিতে হবে। জাতীয় নির্বাচনে যেভাবে শরিকদের আসন ছাড় দিয়ে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, একইভাবে প্রয়োজনে শরিকদের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর সমর্থনে আওয়ামী লীগকেও প্রার্থী দেয়া থেকে বিরত থাকতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক জাসদের এক শীর্ষ নেতা বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-চোরা গোপ্তা হামলা যেভাবে বেড়ে যাচ্ছে তা মোকাবেলায় ১৪ দলীয় জোটকে আরও সুসংহত করতে হবে। আসন্ন পৌরসভা নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে পারলে এ ঐক্য আরও সুসংহত হবে। নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে ঐক্য গড়ে উঠবে। 

এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের মতোই পৌরসভা নির্বাচনেও আসন ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে আওয়ামী লীগের। ওই নেতা আরও বলেন, তা না হলে বেশিরভাগ পৌরসভায় বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা জয়ী হবে। জাসদের ওই নেতা উদাহরণ দিয়ে বলেন, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নিজেদের দলের প্রতীক রেখে জোট শরিক আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে ভোট করেই সংসদ সদস্য নির্বাচিত হন। একইভাবে বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। এবার দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে। এ বিধানেও এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলেও নির্বাচনে আসন ভাগাভাগি সম্ভব। এতে কোনো বাধা নেই। এরকম অনেক নজির রয়েছে।-যুগান্তর 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া