adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চরমোনাই পীর – লতিফ সিদ্দিকী কাফের

ডেস্ক রিপোর্ট : হজ ও তাবলিগ নিয়ে বিরূপ মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে এবং বিচারপতিদের অভিশংসন সংসদে ফিরিয়ে নেয়ার প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চরমোনাইর পীর বলেন, এই বক্তব্য দেয়ার ফলে মন্ত্রী লতিফ সিদ্দিকী ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছেন। কেননা হজ ইসলামের মূল পাঁচ ভিত্তির অন্যতম। এখন থেকে সে (লতিফ) নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। তিনি অবিলম্বে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, একটি মহল ইসলামকে সহ্য করতে না পেরে একে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে। কিন্তু জঙ্গিবাদের অজুহাতে ইসলামের ওপর আঘাত করলে কাউকে ছেড়ে দেয়া হবে না। তিনি বলেন, যে রাজনীতিতে মানুষের অকল্যাণ বয়ে আনে, সে রাজনীতি কারো কাম্য হতে পারে না। তিনি সবাইকে ইসলামের রুজ্জু শক্তভাবে আঁকড়ে ধরার আহ্বান জানান।
বিভিন্ন অজুহাতে মিডিয়া বন্ধ করে দেয়া কিংবা মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা কোনো ভালো লক্ষণ নয় মন্তব্য করে চরমোনাইর পীর বলেন, গণতান্ত্রিক দেশে অনেক মিডিয়া থাকবে এটাই স্বাভাবিক। সরকার হয়তো মিডিয়া বন্ধ করতে পারবে, কিন্তু ১৬ কোটি মানুষের কণ্ঠ কী সরকার বন্ধ করতে পারবে?
বিচারপতিদের অভিশংসন সংসদে ফিরিয়ে নেয়ার আইন পাসের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সরকার বিচারপতিদের হাত-পা বাঁধার অপরিণামদর্শি চিন্তা করেছে।  সরকার যদি মনে করে, তারা চিরদিনের জন্য ক্ষমতায় এসেছে, তা হবে চরম ভুল। এই আইনই তাদের ভয়াবহ বিপদ ডেকে আনবে।

দলের জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সেক্রেটারি মুফতী আল-আমিন সিরাজী, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সামাদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া