adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুবেল পায়ে লিখেই জেএসসি পরীক্ষা দিচ্ছেন

rubel photo 08-11-15_90039নিজস্ব প্রতিবেদক: জন্মগতভাবে দুই হাত নেই রুবেল মিয়ার। দুই পা দিয়েই তাকে করতে হয় হাতের বিকল্প অনেক কাজ। শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবনযাত্রায় প্রতিবন্ধকতার কাছে হার মানেনি।

শিক্ষক হওয়ার প্রচণ্ড আগ্রহ নিয়ে দরিদ্র পরিবারের ছেলে রুবেল লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এবার জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে।

জেলার সাটুরিয়ার দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে রুবেল। হাতের বদলে স্বাভাবিকভাবে বাম পা দিয়ে খাতায় প্রশ্নোত্তর লিখছে। একই উপজেলার তিল্লী গ্রামের হবি মিয়ার ছেলে রুবেল। সে তিল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সরেজমিনে দেখা গেছে, বেঞ্চে বসে আরেকটি ছোট বেঞ্চে খাতা রেখে বাম পায়ের আঙ্গুলে কলম নিয়ে লিখেই যাচ্ছে প্রশ্নোত্তর। খাতা ভাজ করা ও স্কেল দিয়ে মার্জিনও টানছে পা’ দিয়েই।

রবিরার রুবেল জানায়, বাবা রিকশা চালান, আর মা সকিনা বেগম ঝিয়ের কাজ করেন। ১৯৯৮ সালে রুবেলের জন্ম। এক ভাই ও দুই বোনের মধ্যে সে মেজো।

অভাবের সংসারে পড়ালেখাসহ নানা বিষয়ে তার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দরিদ্রতার কারণে অনেক কিছু থেমে থাকলেও প্রচ- আগ্রহে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। গ্রামেরই তিল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ৪.৩ পেয়ে পাস করে।

এরপর ভর্তি হয় তিল্লী উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে উপবৃত্তি পেলেও তাকে দেয়া হয়নি প্রতিবন্ধী ভাতা।

মা-বাবার টাকায় তাকে প্রাইভেট শিক্ষকের বেতন ও অন্যান্য খরচ বহন করতে হয়। কাপড়-চোপড় পড়া, গোসল ও প্রাকৃতিক কাজেও তাকে পা-ই ব্যবহার করতে হয়।

বাড়িতে মা-বাবা ও বিদ্যালয়ে সহপাঠীরা তাকে মুখে খাবার তুলে দেয়াসহ নানা কাজে সহযোগিতা করেন।

দুই হাত না থাকলে শক্ত মনোবল রুবেলের। এই মনোবল নিয়েই লেখাপড়া চালিয়ে যাচ্ছে। বড় হয়ে শিক্ষকতা করার আশা তার।

দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী সচিব সিদ্দিকুল ইসলাম জানান, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী পরীক্ষার্থী হওয়ায় রুবেলকে সব সুবিধা দেয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী হওয়ায় তাকে আধা ঘন্টা সময় বেশি দেয়া হচ্ছে।

এছাড়াও, তাকে কেন্দ্রে জরুরি চিকিৎসা সেবাসহ নীতিমালা অনুযায়ী সব সুবিধা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিবন্ধী ভাতার বিষয়ে তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, আগামী মাসেই রুবেলকে ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া