adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসে জোর প্রমীলাদের

Woman-Teamক্রীড়া প্রতিবেদক : পাকিস্তান সফরে রীতিমতো ভরাডুবি হয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের। মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই এই ভরাডুবি। এবার বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের সামনে দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে সিরিজ বলেই ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী সালমারা।
আগামী ৩ নভেম্বর প্রোটিয়ারা বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। পাকিস্তানে সিরিজ হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। তাই সালমারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া। এরই মধ্যে প্রধান কোচ চামপকা গামাগির অধীনে অনুশীনও শুরু করেছেন তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের লক্ষ্য নিয়ে অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। দেশের মাটিতে খেলা আশা করি ভাল করব। চেষ্টা থাকবে ম্যাচ বাই ম্যাচ জেতার। পাকিস্তানে আমরা হেরেছি আমাদের ব্যাটিং ব্যর্থতার কারণে। অনুশীলনে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। ব্যাটিংয়ের পাশাপাশি নিজেদের ফিটনেসের ওপরও জোর দিচ্ছি।’
দক্ষিণ আফ্রিকা দল প্রসঙ্গে অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘ওদের সঙ্গে আমরা ২ বছর আগে খেলেছি। বর্তমানের দলটি সম্পর্কে জানি না। আমরা ওদের নতুন কোনো ভিডিও ফুটেজ পাইনি। আমাদের সঙ্গে আগে যা খেলা হয়েছিল সেই ভিডিও দেখছি। নতুন পেলে ভাল হতো। তবে আমরা এখন এই সব নিয়ে চিন্তা না করে নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা করছি। বিশেষ করে আমার ব্যাটিং ভাল হচ্ছে না। এটা নিয়ে কাজ করছি।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া