adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনাদোষে ৯ বছর, খালাস পেয়ে ফের স্কুলে

interআন্তর্জাতিক ডেস্ক : বিনাদোষে ৯ বছর জেল খেটে এক শিক্ষক আবার ফিরে গেছেন শিক্ষকতায়। ওই শিক্ষক বেকসুর খালাস পেয়ে নতুনভাবে জীবন শুরু করতে গিয়ে তার শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে পেয়েছেন। বোমা হামলায় অভিযুক্ত হয়ে ভারতের ওই শিক্ষক এখন স্কুলে পাঠদান করাচ্ছেন। 

জেল থেকে মুক্তির এক মাস পর ৩৭ বছর বয়সী আবদুল ওয়াহিদ শেখ শিক্ষক হিসেবে মুম্বাইয়ের একটি স্কুলে কর্মজীবন শুরু করেন। ওয়াহিদ জানান, জেল খাটা ব্যক্তিকে সাধারণত যেসব নেতিবাচক মন্তব্য শুনতে হয় সেগুলো তার বেলায় হয়নি। তিনি হাসিমুখে জানান, নতুন জীবনে কিছুটা অস্বস্তি হলেও মানিয়ে নেয়া কঠিন নয়। ওয়াহিদের এক সহকর্মী ঠাট্টা করে বলেন, জেলেই ভালো ছিলেন, এখন দুষ্টু শিশুরা আপনার মাথায় চড়ে বসবে। তিনি বলেন, সহকর্মীরা বেশ আন্তরিকভাবেই তাকে গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যেও শিক্ষক ওয়াহিদকে নিয়ে সেরকম গুঞ্জন নেই। ওয়াহিদ জানান, শিশুদের পড়ানোর সময় শিক্ষক হিসেবে নিরেট যুক্তি দিয়ে পড়ান তিনি এবং কোনো ভ্রান্ত ধারণা দেন না। জেলখাটা শিককে নিয়োগ দিতে আপত্তি করেনি সংশ্লিষ্ট স্কুলের পরিচালক সংস্থা আঞ্জুমান-ই-ইসলাম ট্রাস্ট। ট্রাস্টের প্রেসিডেন্ট ড. জহির কাজী মনে করেন, ওয়াহিদকে নিয়ে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা কিংবা অবিশ্বাস নেই। এরপরও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ভুলের শিকার একজন মানুষ ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। উল্লেখ্য, ২০০৬ সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হন দক্ষিণ মুম্বাইয়ের বাসিন্দা ওয়াহিদ। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর গত মাসে ভারতের আদালত থেকে বেকসুর খালাস পান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া