adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬ হাজারি ক্লাবে মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক : তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এখন তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে মাইলফলক থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন মুশফিক।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়ে ফেলায় মুশফিককেও মাঠে নেমে পড়তে হয় দ্রুত। আকিলা ধনঞ্জয়ার করা ১৫তম ওভারের দ্বিতীয় বলটিকে স্কয়ার লেগে ঠেলে দিয়েই ৬ হাজারি ক্লাবে নিজের নাম লিখেন মুশফিক।

নিজের ২১৫তম ওয়ানডে খেলতে নামা মুশফিকের এই কীর্তি গড়তে লাগল ২০১ ইনিংস। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল সর্ব প্রথম এই কীর্তি গড়েন। তার লেগেছিল ১৯৫ ইনিংস। এদিকে সর্বশেষ বিশ্বকাপেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাকিব এই তালিকায় নিজের নাম তোলেন। সাকিবের লেগেছে ১৯০ ইনিংস।

মুশফিক তার রানের ৯১.৩ শতাংশ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশের ইতিহাসে উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সফল উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। ১২৬ ম্যাচ তার নাম ১৮১৮। এখন পর্যন্ত টাইগারদের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি দশম স্থানে।

তামিম, সাকিব, মুশফিক ছাড়া ওয়ানডেতে ৪ হাজার রানও নেই কারো। ৩৯৮৫ রান নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চতুর্থ স্থানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া