adv
২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে আহত একজনের মৃত্যু

bsf1444361727ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী এলাকায় ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক গরু ব্যবসায়ী চিকিতসাধীন অবস্থায় মারা গেছেন।  নিহতের নাম আব্দুর রহিম।
শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রহিম মারা যান।
 
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চওড়াটারী এলাকায় বিএসএফের পাঁচ-ছয় সদস্য বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে গুলি ছুড়ে। এতে দুর্গাপুর এলাকার গরু ব্যবসায়ী সুলতান মিয়া ও আব্দুর রহিম গুরুতর আহত হন।
 
আর অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদ করায় রাবেয়া নামের এক নারীসহ সাজু ও সুমন নামের তিনজনকে বেদম মারপিট করে আহত করে বিএসএফ সদস্যরা। পরে তারা চারটি গুরু নিয়ে পালিয়ে যায়।
 
আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসাধীন আছেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী। তিনি জানান, এ বিষয়ে আজ সকাল ১০টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া