adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাজপথ গরম করে আশা পূরণ হবে না’

2015_10_07_17_29_29_fl2KjFk7fsv2TRftCOSu4skakU4tUf_originalনিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা দাবি আদায়ের চিন্তা করছেন তাদের আশা পূরণ হবে না।’

বুধবার সচিবালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সচিবালয় ক্লিনিকে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘অযৌক্তিক আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না। ভর্তির বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে। নতুন করে এ বিষয়ে কোনো কিছু করার নেই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সারাদেশের সব মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোর ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাত থেকে সকাল পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। এরপর থেকেই আন্দোলনে নামে মেডিকেলে ভর্তিচ্ছুরা শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও তারা রাস্তায় নেমেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পালন করা হয়েছে ছাত্র ধর্মঘট। তাদের এ আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। একই দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীদের অভিভাকরাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া