adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুনম পাণ্ডে জানালেন, তিনি বেঁচে আছেন; মৃত্যুর সংবাদ ছিল সাজানো

বিনোদন ডেস্ক: মারা যাননি আলোচিত ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন। বলেছেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন তিনিই। অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান, তাঁর মৃত্যুর সংবাদটি সত্য নয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমি মারা যাইনি।’ তিনি আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন।
এর আগে গতকাল শুক্রবার শোনা গিয়েছিল সার্ভিক্যাল ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশের পর সবাই হতবাক হন! পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে। ভারতসহ দেশি-বিদেশি অনেক গণমাধ্যমেই এই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশিত হয়।

আজ শনিবার নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর জন্য পুনম ক্ষমা চেয়েছেন। মৃত্যুর এই নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে তিনি জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্য তিনি এই মিথ্যা নাটক সাজান।

তিনি বলেন, ‘জানি হয়তো বিষয়টি বাড়াবাড়ি। কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে সবাই। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবরে এটা আলোচনায় আসল।’
২০১৩ সালে ‘নাশা’ ছবিতে বলিউডে অভিষেক হয় পুনমের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া