adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিছিল নিয়ে পুরো রাস্তা দখল করবেন না: কাদের

kaderনিজস্ব প্রতিবেদক : ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত‌্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশে যাওয়ার পথে মিছিলে উত্তেজনায় পুরো রাস্তা দখল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজারে সোহরাওয়ার্দী উদ‌্যানের স্বদেশ প্রত‌্যাবর্তন দিবসের সমাবেশকে সফল করতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশ দেন।

ছাত্রলীগের র‌্যালিতে জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে কাদের বলেন, ‘মিছিলের উত্তেজনায় রাস্তা দখল করে মানুষকে কষ্ট দিবেন না।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন‌্য সকল নেতা-কর্মীদের প্রস্তুত হতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব‌্যবহার করবেন না। এখন যাদের শাস্তি দিচ্ছেন তখন তরা আমাদের ভালো প্রার্থীকেও ভোটের মাধ‌্যমে শাস্তি দিয়ে দিবে। প্লিজ পুরো রাস্তা দখল করবেন না । যেকোনো কাজ করেন মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝে। এই দিন দিন নয় আরও দিন আছে।”

বিএনপিকে দুর্বল না ভাবার জন‌্য দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে ছোট দল মনে করে তুচ্ছ করবেন না। আন্দোলনে তারা দুর্বল হলেও সমর্থনে তাদের অতো দুর্বল ভাববেন না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রায় ৮০ হাজার ভোট পেয়েছেন। সেটা যেন আমরা না ভুলি।’

দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে কাদের বলেন, ‘নেতাকর্মীদের আগে সচেতন হতে হবে। আমরা এলামেলো দল নিয়ে সামনের নির্বাচনে যেতে চাই না।’

সকলকে মোটরসাইকেলে হেলমেট ব‌্যবহারের পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘আর কত বলবো হেলমেট ছাড়া মোটরসাইকেলে চালাবেন না। এতে আপনাদেরই লাভ। আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে আপনাদের পরিবারের জীবনযাপনে সমস‌্যা হয়। প্লিজ আত্মরক্ষার্থে হেলমেট ব‌্যবহার করুন।’

স্থানীয় সংসদ সদস‌্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বক্তব‌্য রাখেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া