adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মক্কায় আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

soudi_248445884_96019ডেস্ক রিপোর্ট : পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব এসে মক্কা আল মোকাররমায় নারীসহ আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পুরুষ ২১ এবং নারী ৬ জন।

তারা হলেন- সামসুন নাহার (৫৮), মো. তাহের আলী মোল্লা (৭২) এবং মো. রুস্তম আলী (৫৯)

মক্কার আল নুর হাসপাতালে মারা যান ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার সামসুন। তার পাসপোর্ট নাম্বার বিই০৭৪৭৩৬০ এবং হজ আইডি নাম্বার ১০৩২১৪৫। সামসুন নাহার মিনার ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৯ আগস্ট সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৫২০৯ ফাইটে সৌদি আরব আসেন।

মক্কার মিসফালা এলাকায় মারা গেছেন নওগাঁ জেলার মানদা উপজেলার বাদলঘাটা এলাকার মো. তাহের আলী মোল্লা। তার পাসপোর্ট নাম্বার বিই ০১৬৯১৮৮ হজ আইডি নং ০০৭৪০৮৫। তিনি জাবেদ এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের জন্য গত ৫ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৫৬০৩ ফাইটে সৌদি আরব এসেছিলেন।

এছাড়া মক্কার মিসফালা এলাকায় মারা যান রাজশাহী জেলার পবা উপজেলার মো. রুস্তম আলী। তার পাসপোর্ট নাম্বার বিই০১৪১১২০ এবং হজ আইডি নং ০৭৩০০৩৬। তিনি দিশারী এয়ার সার্ভিসের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৫৪২৪ ফাইটে সৌদি আরব এসেছিলেন।
মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া