adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সন্ত্রাস বন্ধ করলেই বিএনপির সঙ্গে আলোচনা’

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরকে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, ‘বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ সৃষ্টি হতে পারে, যদি তারা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে।’
বৃহস্পতিবার রাতে ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার ঢাকাস্থ বাসভবনে আয়োজিত নৈশভোজে আলাপকালে কমিটির সদস্যরা এ মন্তব্য করেন।
বৈঠকে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তসহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম, আওয়ামী নেতা ও প্রাক্তন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বৈঠক শেষে প্রাক্তন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, ‘সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। নিরীহ জনগণের প্রাণহানি, হামলা, আক্রমণ, পেট্রোলবোমাসহ সহিংসতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে। তারা এগুলোর নিন্দা জানিয়েছে।’
রাজনৈতিক সমাঝোতার বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে ওনারা কী বলবে। ওনাদের বলার কোনো অধিকার আছে নাকি। তারা বলেছে, এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। আপনারা সমাধান করুন।’
অন্যদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে ইইউ রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে কমিটির সদস্যরা বলেন, ‘বিএনপি-জামায়াত রাজনীতি নয়, সন্ত্রাস করছে। সন্ত্রাসের কাছে গণতন্ত্র কখনোই পরাজিত হতে পারে না। বাংলাদেশেও গণতন্ত্রই জয়ী হবে।’
ইউর রাষ্ট্রদূতের বাসভবনে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে আব্দুল মতিন খসরু  বলেন, ‘ইইউ রাষ্ট্রদূত আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই আমরা গিয়েছিলাম। আমরা তাকে জানিয়েছি, আলোচনা করতে হলে বিএনপিকে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। সেই সঙ্গে নাশকতা কেন করেছে, সেটিও তাদের বলতে হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া