adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাই- মঙ্গলবার জর্ডানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ

BANGLADESHক্রীড়া প্রতিবেদক : শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ গোলে হারের কথা মাথায় রেখেই এবার জর্ডানের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ। রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুলরা জয়ের দৃঢ় প্রত্যয়ে জর্ডানের মোকাবিলা করবে। 
এর আগে কিরগিজস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলের ড্র।  সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরে যাওয়ায় বাছাই পর্বে এখন পর্যন্ত জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের দলটি।  তাই জর্ডানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় ডি ক্রুইফ বাহিনী। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চান মামুনুল-এমিলিরা। 
ফিফা র‌্যাংকিংয়ে ৯১তম স্থানে থাকা জর্ডানকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই বাংলাদেশ দলের স্ট্রাইকার এমিলি জানান, ওরা খুব শক্তিশালী দল। তবে অস্ট্রেলিয়ার শিক্ষাটা কাজে লাগাতে পারলে ওদের বিপক্ষে আমাদের খুব একটা সমস্যা হবে না। জর্ডান ম্যাচের পর ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
এই ম্যাচের আগে চোটের কারণে অনেকটাই এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ দলের রক্ষণভাগ আর মাঝমাঠ। রক্ষণের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাসিরুল ইসলাম ও ইয়াসিন খান চোটে পড়েছেন। মাঝমাঠের অন্যতম ভরসা হেমন্ত ভিনসেন্টেরও একই হাল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে হাঁটুতে চোট পান নাসিরুল। কুঁচকির চোটের কারণে রোববার অনুশীলন করেননি আরেক ডিফেন্ডার ইয়াসিন। আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এরই মধ্যে জর্ডানের বিপক্ষে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে মিডফিল্ডার হেমন্তর।
চোটের কারণে জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী অস্ট্রেলিয়া যেতে পারেননি। জর্ডানের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। রক্ষণভাগ নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় আছে বাংলাদেশ দল।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া