adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির কাছ থেকে কড়া জবাব পেলেন ভারতীয় সাংবাদিক

MASHস্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলন প্রায় শেষ দিকে, এমন সময় ভারতীয় এক সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করলেন, ‘সামনে আইপিএল আর চ্যাম্পিয়নস ট্রফি। মোস্তাফিজকে কি খানিকটা বিশ্রাম দেয়া যায় না।’
মাশরাফি তার প্রশ্নটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। মোস্তাফিজ যাতে সুস্থ থাকে। আর সুস্থ থাকলেই তো আইপিএল খেলার ছাড়পত্র পাবে! ফলে উত্তরটা কড়া দিয়েছেন মাশরাফি। ‘আইপিএল নয়, সবার আগে দেশ।’
‘মোস্তাফিজের যদি বিশ্রামের প্রয়োজন হয়, আমাদের ফিজিও সেটা দেখবেন। আমি মনে করি, আইপিএলে না খেলে যদি বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলতে হয়, ওর সেটাই করা উচিত।’ মন্তব্য মাশরাফির।
২৫ মার্চ শনিবার বাংলাদেশ সময় বেলা ৩.৩০টায় রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
২০১০ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই খেলেছিল বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচই পরাজিত হয়েছে সাকিব-তামিমরা। যে তিন ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে অধিনায়ক হিসেবে ম্যাশের জন্য ডাম্বুলা নতুন মঞ্চ।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া