adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওষুধ ও নদীর বালি নিতে আগ্রহী মালদ্বীপ

Maldip1440419964ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।
এছাড়া বাংলাদেশের গভীর জলসীমায় টুনা মাছ আহরণে একটি যৌথ ফিশিং কোম্পানি গঠন এবং মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচলের ল্েয একটি শিপিং লাইন চালুর প্রস্তাবেও মালদ্বীপ সম্মত হয়েছে।
 
সম্প্রতি মালদ্বীপ সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব আব্দুল গফুর এ আগ্রহের কথা জানান। মালদ্বীপের রাষ্ট্রপতির সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
 
দ্বিপাকি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানি, গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তা প্রদান, দু’দেশের মধ্যে জাহাজ চলাচলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় স্থান পায়।
 
বৈঠকে আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে। এসব ওষুধ ইতোমধ্যে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ৭৪টি দেশে রপ্তানি হচ্ছে। মালদ্বীপও বাংলাদেশ থেকে গুণগতমানের এসব ওষুধ আমদানি করতে পারে। তিনি নতুন করে অর্জিত বাংলাদেশের গভীর জলসীমায় বিদ্যমান টুনা মাছ আহরণে একটি যৌথ ফিশিং কোম্পানি গঠন ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের জাহাজ চলাচলের জন্য একটি শিপিং লাইন চালুর প্রস্তাব করেন।
 
শিল্পমন্ত্রী বলেন, মালদ্বীপে প্রায় ৭৫ হাজার বাংলাদেশি জনশক্তি কাজ করছে। এ জনশক্তি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশি জনশক্তির জন্য ভিসাসহ অন্যান্য কাগজপত্রাদি প্রদান প্রক্রিয়া সহজ করতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন।
 
জবাবে ভাইস প্রেসিডেন্ট আব্দুল গফুর বলেন, মালদ্বীপ সরকার বিদেশি শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে বেশ কিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর আওতায় বাংলাদেশি শ্রমিকরাও প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে। তিনি বাংলাদেশি জনশক্তির জন্য ভিসাসহ অন্যান্য কাগজপত্র প্রদান প্রক্রিয়া সহজ করতে আরো উদ্যোগ নেয়া হবে বলে শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন।
 
এর আগে আমির হোসেন আমু মালদ্বীপের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী তরিক ইব্রাহীমসহ সে দেশের পররাষ্ট্র, প্রতিরা, শিা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠককালে তারা দ্বিপাকি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া