adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেঙে পড়ল তাজমহলের অমূল্য ঝাড়বাতি

1440252329আন্তর্জাতিক ডেস্কঃ হাজার টাকার ঝাড়বাতিটা একটা সময়ে সত্যিই নিমেষে রাতকে দিন করে দিত… কিন্তু সে বহু বছর আগের কথা। তবে বুধবার সেই দুর্মূল্য ঝাড়বাতিটি ভেঙে মাটিতে পড়ে গেছে! ঘটনাটি ঘটেছে বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে অন্যতম ১৭ শতকে তৈরি 'ভালোবাসার' তাজমহলে। তাজ মহলের প্রধান দরজায় লাগানো ৬০ কেজি ওজনের তামার ঝাড়বাতিটি বুধবার ভেঙে পড়ে যায়। ১৯০৫ সালে তাজ মহলকে এই অনন্য সুন্দর ঝাড়বাতিটি উপহার দেন লর্ড কার্জন। লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ৪ ফুটের এই ঝাড়বাতি তাজমহলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং-এর তত্ত্বাবধানে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়েছে ঝাড়বাতিতে। আর তার জন্যেই এই ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী, ট্যুরিস্ট গাইড বেদ গৌতম জানিয়েছেন, সৌভাগ্যবশত সেই সময়ে সেখানে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। নইলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত। ভুবন বিক্রম সিং জানিয়েছেন, এই ঝাড়বাতিটি আবার লাগানো হবে কি না তা বলা যাবে এর বর্তমান অবস্থা এবং গঠন ভালো করে পরীক্ষা করার পর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া