adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনকারী সেই কর্মকর্তাকে অপসারণ

bari2নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, ‘বুধবার এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রাথমিক তদন্ত করে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারিকে আমরা অপসারণ করেছি।’
তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অপসারণের বিষয়টি কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। ওই কমকর্তা আজ অফিসেও আসেননি।’
‘ওই ঘটনায় অন্য যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’ জানান তিনি।
ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ‘ভোগান্তির’ সংবাদ সংগ্রহের সময় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের হাতে বুধবার দুই সাংবাদিক লাঞ্ছিত হন।
তারা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর প্রতিবেদক জি এম মোস্তাফিজুল আলম ও সিনিয়র ক্যামেরাপারসন রিপু আহমেদ। এ সময় তাদের ক্যামেরা ভাংচুর করা হয়।
আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে বুধবার দুপুরে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ ঘটনা ঘটে।
মোস্তাফিজ সাংবাদিকের বলেন, ‘সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের নিচ তলায় ক্যামেরাপার্সন রিপু ভোগান্তির শিকার হওয়া নাগরিকদের ছবি নিচ্ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে কয়েকজন কর্মচারী রিপু আহমেদের ওপর চড়াও হয় এবং তাকে টেনেহিঁচড়ে সাত তলায় নিয়ে যান। আমি তাকে উদ্ধার করতে গেলে কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ঘিরে ফেলে। পরে তারা প্রকল্পের উপ-পরিচালক আব্দুল বারীর কক্ষে নিয়ে যান। পরে বারী আমাদের পুলিশে দেওয়ার হুমকি দেন। তার নির্দেশে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আমাদের মারধর করেন।’
মোস্তাফিজ আরও বলেন, ‘আব্দুল বারী আমাকে জিজ্ঞেস করেন কার অনুমতি নিয়ে আমরা ছবি ছবি তুলছি। তিনি আমাদেরকে প্রবীর সিকদারের মতো অবস্থা করবে বলেও হুমকি দেন।’
তিনি জানান, ঘটনার সময় নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রকল্প কার্যালয়ে উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ক্যামেরা ফেরত দিতে বলেন। ভাঙা ক্যামেরা ফেরত দেওয়া হলেও মেমোরি কার্ড দেননি। এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
এদিকে এ ঘটনায় নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বৃহস্পতিবার জরুরী মিটিং আহ্বান করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া