adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে জাতীয় প্রেসকাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

pressclub3_92465নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেসকাবে অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। এত দিন সেখানে বঙ্গবন্ধুর কোনো প্রতিকৃতি ছিল না।
শনিবার সকাল নয়টার দিকে জাতীয় প্রেসকাব ভবনের ভেতরে এই প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসকাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদসহ নেতারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতি জানানো হয় শ্রদ্ধা। দোয়া ও মোনাজাত হয়।
পরে জাতীয় প্রেসকাবের সভাপতি শফিকুর রহমান বলেন, এই জমি (জাতীয় প্রেসকাবের) বঙ্গবন্ধু দান করেছেন। এত দিন বারবার উদ্যোগ নেওয়ার পরও এখানে তাঁর প্রতিকৃতি স্থাপন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এবার হলো। এর মধ্য দিয়ে সাংবাদিক সমাজ গ্লানি ও লজ্জা থেকে রেহাই পেল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া