adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া অসুস্থ – আজ আদালতে যাচ্ছেন না

KHALEDAনিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে আজ সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন মিয়া এ কথা জানিয়েছেন।
গত সোমবার শুনানি শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার ১০ আগস্ট মামলার পরবর্তী দিন ঠিক করেন। ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্যও তারিখ রেখেছেন বিচারক।

বকশিবাজারে কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির এ দুই মামলার বিচার চলছে। গত সোমবার খালেদা জিয়া সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতে আসেন। তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদকে তৃতীয় দিনের মতো জেরা করেন।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি বাতিল করে নতুন করে স্যাগ্রহণের জন্য উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু গত ৬ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেয়। নথিপত্র না পাওয়ায় ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেননি জানিয়ে এ মামলার শুনানির আগে সোমবার সময়ের আবেদন করেন খন্দকার মাহবুব হোসেন। পাশাপাশি ২৬ আগস্ট বার কাউন্সিল নির্বাচনের আগে ব্যস্ততার কথা তুলে ধরে পরে শুনানির তারিখ রাখতে আদালতকে অনুরোধ করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব।

২০১১ সালের ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। তেজগাঁও থানার এ মামলায় মতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ ২০১০ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন। মামলার অপর আসামিরা হলেন, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া