adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএস যোদ্ধাদের যৌনদাসী না হওয়ায় ১৯ নারীর মৃত্যুদণ্ড

Nari1438965398আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের যৌনদাসী হতে অস্বীকৃতি জানানোয় ১৯ নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরাকের মসুল শহরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে আইএস। ইরাকের কুর্দি কর্মকর্ত্রাা এ তথ্য জানিয়েছে।

ইরাকের কুর্দিস্থান ডেমোক্র্যাটিক পার্টির (কেডিপি) মুখপাত্র সাঈদ মিমওসিনী জানান, নারীদের প্রতি নির্মম আচরণ ও কেনাবেচার প্রমাণ পাওয়ায়  আইএসের মধ্যে বিভেদ দিন দিন বাড়ছে।

তিনি ইরাকি একটি সংবাদমাধ্যমকে সোমবার জানান, গত দু-তিন দিন আগে মসুল শহরে ১৯ নারীর মৃত্যুদণ্ড কার্যকর করে আইএস। ‘জিহাদীদের’ সঙ্গে যৌনকাজ করতে অস্বীকৃতি জানানোয় শাস্তি হিসেবে ওই দণ্ড দেওয়া হয়। তবে নিরপে সূত্র থেকে এ সংবাদের সত্যতা নিশ্চিত করা যায়নি। 

ইরাক ও সিরিয়ার আইএস যোদ্ধাদের কাছে শিশুদের দাসী হিসেবে বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি তালিকা দেখেছেন- জাতিসংঘের এক কর্মকর্তার বক্তব্যের কয়েক দিন পর এ তথ্য জানালেন ওই মুখপাত্র। 

এর আগেও আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যৌনদাসী রাখার খবর প্রকাশিত হয়। অন্য ধর্মের নারীদের টাকার মাধ্যমে বিক্রি করে দেওয়ার খবরও বের হয়।           
          
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।   

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া