adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সীমানা নির্ধারণের পর ভোটার তালিকা করা হবে’

Shaheneoajনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, যারা ছিটমহলের বাসিন্দা ছিলেন, সীমানা নির্ধারণ হওয়ার পরপরই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু করা হবে। 
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মোহাম্মদ শাহনেওয়াজ আরো বলেন, ‘আগামী সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড তৈরি শুরু করবে ইসি। আশা করি, এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে এনআইডি কার্ড তৈরি শুরু করতে পারব।’
 
তিনি বলেন, এ মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুতে স্মার্ট কার্ড তৈরি শুরু করব। প্রথমে ঢাকা ও এর আশেপাশের এলাকার ভোটাররা আগে উন্নতমানের এ কার্ড পাবেন। পরবর্তী সময়ে জেলা ও থানা পর্যায়ে তা বিতরণ করা হবে।
তিনি বলেন, ‘২০১৪ সালে নতুন যে ৪২ লাখ নাগরিক ভোটার হয়েছেন, তাদের কোনো কার্ড দেয়া হয়নি। তাই তাদের প্রথমে স্মার্ট কার্ড প্রদান করা হবে।’
ইসির তথ্য অনুযায়ী, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা ৯ কোটি ৬২ লাখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া