adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি কারণ দর্শানোর দিলো মাশরাফিকে

masrafiক্রীড়া প্রতিবেদক : সাব্বির রহমান রুম্মানের পর এবার বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার মাশরাফির হাতে বিসিবির এ চিঠি পৌঁছে দেওয়া হয়। পত্রিকায় কলাম লেখায় মাশরাফিকে এ নোটিশ দেওয়া হয়েছে।
ভারতের বিপক্ষে টেস্ট চলাকালে গত ১১ জুন দৈনিক প্রথম আলোতে কলাম লেখেন মাশরাফি। বিসিবি থেকে অনুমতি না নিয়েই কলাম লেখেন নড়াইল এক্সপ্রেস।
এদিকে, বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী কোনো কথা বলতে রাজি হননি। বিষয়টি বোর্ড ও মাশরাফির ব্যক্তিগত বিষয় হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।
৭ জুন ক্রিকেটারদের অবাধে গণমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকার জন্যে নোটিশ পাঠানো হয়েছিল। বিসিবির মিডিয়া বিভাগ থেকে অনুমতি নিয়েই গণমাধ্যমের মুখোমুখি হতে পরামর্শ দিয়েছে বিসিবি।
বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর নিয়ম ভঙ্গ করায় মাশরাফিকে কারণ দর্শাতে বলেছে বিসিবি।
কিছুদিন আগে বোর্ড থেকে অনুমতি না নিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেওয়ায় সাব্বির রহমান রুম্মানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। তবে বিসিবির নিয়ম ভঙ্গ করলেও ভারতের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া