adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভেসে গেলো চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন

rain-ক্রীড়া প্রতিবেদক :  বল মাঠে গড়ানো ছাড়াই ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয়নি। এর আগে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন শেষ বিকেলে বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো।

গতকাল বিকেলে বাংলাদেশের দেয়া ৭৮ রানের লিড সামনে নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছিলো দণি আফ্রিকা। ২১.১ ওভার ব্যাট করে তারা কোনও উইকেট না হারিয়ে ৬১ রান করলে পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিলো।

এর আগে ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে দণি আফ্রিকা। প্রথম দিনই মুস্তাফিজুর রহমানের গতি ও জুবায়েরের ঘূর্ণি জাদুতে আত্মসমর্পণ করে সফরকারীরা। ওই দিন সব উইকেট হারিয়ে তারা ২৪৮ রান করে। পরে বাংলাদেশ ব্যাটে নেমে তামিম, মাহমুদুল্লাহ ও লিটন দাসের হাফ সেঞ্চুরির সুবাদে সব উইকেট হারিয়ে ৩২৬ রান করে। ফলে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ।

এটি বাংলাদেশ-দণি আফ্রিকার মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শেষ ম্যাচটি আগামী ৩০ জুলাই মিরপুরে শুরু হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া