adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনস্টাইন সেজে বিশ্বরেকর্ড!

INSTYNEআন্তর্জাতিক ডেস্ক : জগত বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে কেনা চেনে। তিনি ছিলেন পদার্থ বিজ্ঞানী। পদার্থ বিজ্ঞানের বিভিন্ন সূত্রের সৃষ্টিকারী। আপেক্ষিক তত্ত্ব নিয়ে তার মতবাদ পৃথিবী বিখ্যাত। বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তিনি পৃথিবীর মানুষকে জানান। যেটা E=MC2 সূত্র নামে সবাই জানে।

সেই আইনস্টাইনের মত বেশ ভূষা পরে বিশ্ব রেকর্ড করতে চাইলো যুক্তরাষ্ট্রের একদল লোক। উদ্দেশ্য সফল করতে শত শত লোক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে জড় হলো। আইনস্টাইন হওয়ার আগের রেকর্ড ভেঙে গেল। ৩১৯ জনের গড়া আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া হল। গিনেজ বুকের স্বীকৃতি ও সম্মানও দুটোই মিলল। খবর দ্যা মিরর অনলাইনের। 

এদেরই একজন বিনি ওয়াইজম্যান। যার বয়স ৮১ বছর। যিনি দেখতে আইনস্টাইনের মতই। গৃহহীন শিশুদের তহবিল সংগ্রহে তিনি আইনস্টাইন মিছিলে যোগ দিয়েছিলেন। 
আইনস্টাইন জীবিত থাকলে খুশি হতেন। গর্ব করতেন। ১৯৩৩ হিটলার জার্মানিতে ক্ষমতায় আসলে আইনস্টাইন যুক্তরাষ্ট্র চলে আসেন। ১৯২১ সালে আইনস্টাইন পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া