adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ার কথা স্বীকার করলেন সচিব

ecratary-Shiping-Mtnewsডেস্ক রিপোর্ট : অবশেষে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ার কথা স্বীকার করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ।
তিনি লন্ডনে সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রদেশে পণ্য আনা-নেয়া করা হবে। সেক্ষেত্রে কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ এসে চট্টগ্রাম ও মংলা বন্দরে বিরতি করবে। এরপর পণ্যগুলো বাংলাদেশের অপর প্রান্তে সড়কপথে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে সময়ও কম লাগবে।
তিনি বলেন, ট্রানজিট ব্যবহার করে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে। এছাড়া চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর খনন করে আন্তর্জাতিকমানের বন্দর করতে ভারতের সহযোগিতা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত ট্রানজিট বা ট্রানশিপমেন্ট বিষয়ে সম্প্রতি উভয় দেশের সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। জাতীয় স্বার্থের বিবেচনায় বিষয়টির বিভিন্ন দিক নিয়ে এখনো বিতর্ক চলছে। এরই মধ্যে বাংলাদেশ দিয়ে ভারত ট্রানজিট সুবিধা পাবার কথা স্বীকার করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।-বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া