adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুততম কিশোর-কিশোরী তামান্না-সানি

news_imgক্রীড়া প্রতিবেদক : দুইদিনব্যাপী একেএম শামসুজ্জোহা ৩১তম জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে। শেষ দিনে কিশোর-কিশোরীর ১০০ মিটার স্প্রিন্টে দাপট দেখিয়েছে বিকেএসপির দুই অ্যাথলেট। কিশোর ইভেন্টে সাইফুল ইসমাইল সানি ও কিশোরী ইভেন্টে তামান্না আক্তার জিতেছেন স্বর্ণপদক।

কিশোর ইভেন্টে স্বর্ণ জিততে জাতীয় রেকর্ড গড়েছেন সাইফুল ইসমাইল খান সানি। তার টাইমিং ১০.৫৩ সেকেন্ড। কিশোর পর্যায়ে আগের রেকর্ড ছিল আরিফুলের। তার টাইমিং ছিল ১০.৮৫। অন্যদিকে কিশোরী ইভেন্টে স্বর্ণ জিততে তামান্না সময় নিয়েছেন ১৩.৩৬ সেকেন্ড।

সুনামগঞ্জের মেয়ে তামান্না। এই প্রতিযোগিতায় তার সাফল্য নয়নকাড়া। ১০০ মিটার স্প্রিন্টসহ মোট পাঁচটি ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি (২০০, ৪০০, লং জাম্প ও হাই জাম্প)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া