adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নেতাকর্মীদের মারামারি

1432390016japa-mtnews24নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে।  কুমিল্লা (দক্ষিণ) জেলা কমিটি নিয়ে সমঝোতা বৈঠকের আগেই নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুসহ আরো কয়েকজন।

শনিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।  এসময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কার্যালয়ে ছিলেন। মারামারির ঘটনায় ইন্ধন দেয়ার অভিযোগে শফিকুর রহমানকে (কুমিল্লা) জাতীয় পার্টির প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত নেন।  অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

জাপা সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জাতীয় পার্টির কমিটি-সংক্রন্ত বিরোধ মীমাংসা করতে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বনানীতে সদ্য বিলুপ্ত কুমিল্লা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম ও নতুন আহ্বায়ক নুরুল ইসলাম মিলন এমপিকে ডাকেন।

শফিকুল ইসলামের পক্ষে বনানী কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম অরুণ ও সদস্য সচিব কায়সার ইমরান প্রদীপ, যুগ্ম-আহ্বায়ক মানিক, সজীবের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী।

জানা যায়, জাপার কার্যালয়ে ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও মিজানুর রহমান মিরুকে দেখেই তাদের ওপর হামলা চালান ঢাকা মহানগর উত্তরের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা।  এ সময় হাসান-মিরুকে রক্ষা করতে এসে লাঞ্ছিত হন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী।

মারামারির সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত থাকলেও সামাল দিতে পারেননি।  তিনি কার্যালয়ে প্রবেশ না করেই সরাসরি চলে যান এরশাদের বারিধারার বাসভবনে।  পরে এরশাদ জাপার ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জাপার সাবেক সভাপতি শফিকুল ইসলামকে বহিষ্কার করেন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া