adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশি ততপরতায় ঘরছাড়া শীর্ষ মানবপাচারকারীরা

14316626103k13cmn1জামাল জাহেদ, কুতুবজোম : সাগর কিনারে অবস্থিত থাইল্যান্ডের গহীন জঙ্গলে মালয়েশিয়াগামী বাংলাদেশী ও মিয়ানমার অভিবাসীদের গণকবর আবিস্কৃত হওয়ার পর পুরা মহেশখালীর গ্রামে গ্রামে মানব পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশী অভিযান শুরু হলে জেলায় ক্রসফায়ারে ৬ শীর্ষ মানব পাচারকারী নিহত হয়। 

এরপর চিহ্নিত মানব পাচারকারীরা সাগর পথে পালাতে শুরু করেছে অজানা পথে, কেউ কেউ উওর বঙ্গের দিকে যাচ্ছে নিজেদেও বাঁচাতে। জানা গেছে, তাজিয়াকাটা এলাকার শীর্ষ মানব পাচাকারী মমতাজ ও আমান উল্লাহকে আটক করার পর রাতের আধারে মানব পাচারকারীরা পালিয়ে যাচ্ছে। কেউ কেউ বড় ট্রলারে বঙ্গোপসাগরে অবস্থান নিয়েছে বলে জানা যায়। শীর্ষ মানব পাচারকারী সোনাদিয়ার সরওয়ার,জাম্বু,আন্জু ডাকাতের নেতৃত্বে ২০/৩০জন তাদের বিশ্বস্থ বেশ কয়েকজন সহযোগীসহ বঙ্গোপসাগরে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তবে এলাকাবাসীর অনেকে জানিয়েছে এরা দিনের বেলায় গ্রামে উঠে আর রাতে সাগরে বোট নিয়ে নিরাপদে থাকে। 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী নোয়াপাড়ার একরাম,তাজিয়াকাটা নাছির,শাহ আলম,মোজাম্মেল,ইসমাঈল,রবি,নোয়াপাড়ার ফরিদ,আমান উল্লাহ,জালাল,নাছির,মহিউদ্দীন,জাগির,সোলয়মান,কাশেম সহ অনেকে পালিয়েছে বলে জানা গেছে। এছাড়া গা ঢাকা দিয়েছে মহেশখালীর  শতাধিক শীর্ষ পাচারকারীরা। মহেশখালী দিয়েও অনেক পাচারকারী প্রাণভয়ে সৌদি মমালেয়েশিয়ার দিকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

অপরদিকে মানব পাচার বন্ধে এবার সরকার সব জায়গায় ক্যাম্প ও অভিযান ততপরতা চলমান রাখেলে  অসহায় হয়ে পড়ে মাননব পাচারকারীরা, মানব পাচারের নিরাপদ রুট হিসাবে পরিচিত তাজিয়াকাটা এবং সর্বপ্রথম মানব পাচার শুরু হওয়া টেকনাফের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর ও নাফনদী বেষ্টিত শাহপরীরদ্বীপ এলাকায় অবস্থান নেয় পুলিশ। মানবপাচারকারী নাছির এরই মধ্যে শতাধিক মানবকে সাগর থেকে উল্টো কক্সবাজারে নিয়ে আসেন বলে জানা যায়। 

উল্লেখ্য, থাইল্যান্ডে একের পর এক সাগর পথে মালয়েশিয়াগামী বাংলাদেশী ও মিয়ানমার নাগরিকদের গণকবর আবিস্কৃত হওয়ায় নড়েচড়ে বসেছে মানবপাচারকারীরা। ইতোমধ্যে টেকনাফ থানা পুলিশের সাথে  বন্দুক যুদ্ধে ৩ শীর্ষ পাচারকারী ধলু হোসেন, জাহাঙ্গীর ও জাফর নামে মানব পাচারকারী নিহত হওয়ার পর থেকে চিহ্নিত দালালরা গা ঢাকা দিতে শুরু করে। এদিকে মহেশখালীর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মানবপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে নির্মুল না হওয়া পর্যন্ত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া