adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল আজহার নাটকে বাটি চালান দিয়ে মমকে খুঁজছেন মোশাররফ

বিনােদন ডেস্ক : মজার একটি নাটক নিয়ে ঈদুল আজহায় হাজির হচ্ছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম, শিরোনাম ‘তুলা-মকর-মীন’।

এতে নিখোঁজ স্ত্রী মমকে খুঁজতে বাটি চালানের মতো অদ্ভুত পদ্ধতির পথে হাঁটতে দেখা যাবে অভিনেতাকে।

এর গল্পে দেখা যাবে, তুলা রাশির জাতক আনিস। গ্রামে তার বিশাল পরিচিতি। আশপাশে পাঁচ গ্রামে, বিভিন্ন সময় বাটি চালান বা এই জাতীয় কাজে নির্ভরযোগ্য নাম আনিস। পাশাপাশি সে একজন শিল্পীও। বাটি চালান আর বিভিন্ন আসরে গান গেয়ে যা পান তা দিয়েই সংসার চলে। আনিসের স্ত্রী লিজা, মীন রাশির জাতিকা। এক সময় সে হারিয়ে যায়। তাকে খুঁজতে বের হয় আনিস।

শাহজাহান সৌরভের রচনায় ‘তুলা-মকর-মীন’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, “আমাদের গ্রাম অঞ্চলে এমন অনেক সংস্কৃতি ও কুসংস্কার আছে, যেগুলোকে ধারণ করে রেখেছে গ্রামের মানুষ। এই নাটকের গল্পটি তেমনই।”

ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে প্রচার হবে ‘তুলা-মকর-মীন’।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া