adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে

full_57232426_1430296440ডেস্ক রিপোর্ট : সদ্য সমাপ্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা উত্তরে এবং বেশি ভোট পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ভোটের ফলাফল অনুযায়ী, তিন সিটির মোট ভোটার হচ্ছে ৬০ লাখ ২৯ হাজার ২৭৮ জন। এদের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২৬ লাখ ৪৮ হাজার ৭২৮টি। যা মোট ভোটারের ৪৩ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া তিন সিটি নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ২৫ লাখ ২৭ হাজার ৭২৫টি। অর্থাৎ মোট ১ লাখ ২১ হাজার ৩টি ভোট বাতিল হয়েছে। যা প্রদত্ত ভোটের ৪ দশমিক ৫৭ শতাংশ।
 
ডিএনসিসি –
সিটি ভিত্তিক ভোটের ফলাফল থেকে দেখা গেছে-ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মোট ভোটার হচ্ছে ২৩ লাখ ৪৪ হাজার ৯শ জন। এর মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৮ লাখ ৭৪ হাজার ৫৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৩০ শতাংশ। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার। এছাড়া বাতিল হয়েছে ৩৩ হাজার ৫৮১টি ভোট।
 
ডিএসসিসি –
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৯ লাখ ৫৪ হাজার ৮৪ জন। যা মোট ভোটের ৪৮ দশমিক ৪০ শতাংশ।
এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৩৫৪টি। এছাড়া বাতিল হয়েছে ৪০ হাজার ১৩০টি ভোট। এ নির্বাচনে ৩টি কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন স্থগিত করা হয়েছিলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ৩ কেন্দ্রের ভোটের চেয়ে অনেক বেশি হওয়ায় এ নির্বাচন আর অনুষ্ঠিত হবে না।
 
চসিক –
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৬০০জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ৬৬৩জন। যা মোট ভোটের ৪৭ দশমিক ৯০ শতাংশ। এ নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৩৭১টি। এছাড়া বাতিল হয়েছে ৪৭ হাজার ২৯২টি ভোট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া