adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাভোর দ্বিশতকে ওয়েস্ট ইন্ডিজের অপ্রত্যাশিত লিড

image_65766_1 (1)ঢাকা: ড্যারেন ব্রাভোর দ্বিশতকে ডুনোডিনে ৪ উইকেট হাতে নিয়ে ৪৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে তৃতীয় দিন ফলোঅন হয়ে ইনিংস হারের আশঙ্কায় পড়া ক্যারিবীয়রা শুক্রুবার চতুর্থ দিন শেষে চার উইকেটে ৪৪৩ রান করেছে।১ম ইনিংসে নিউজিল্যান্ডের ৬০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ২১৩ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করতে এসে দুই উইকেট হারিয়ে ১৬৮ রান করে দিন শেষ করে। শুধু ইনিংস পরাজয়  এড়াতেই ২২৮ রান দরকার, তখন সকালের সেশনের পানীয় বিরতির আগেই মারলন স্যামুয়েলস ও দলের সবচেয়ে বড় ভরসা শিবনারায়ন চন্দরপলকে হারিয়ে চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের পরাজয় চোখ রাঙ্গাচ্ছিলো। দলীয় ১৮৫ রানে ব্যক্তিগত ১ রানে চতুর্থ উইকেট চন্দরপল আউট হওয়ার পর উইকেটে আসেন নরসিং ডিওনারিন। ডিওনারিনের সঙ্গে পঞ্চম ১২২ রানের জুটি গড়ে তুলেন ব্রাভো। কিউই ফিল্ডাররা এদিন ক্যাচ মিসের মহড়া দিয়েছে। নেইল ওয়াগনার দ্বিশতক করা ড্যারেন ব্রাভোর ৮২ রানে ক্যাচ ফেলেছিলেন নিজের বলেই । অর্ধ শত করা ডিওনারিনের ক্যাচ শর্ট কাভারে মিস করেন অধিনায়ক ম্যাককালাম।দলীয় ৩০৭ রানে ডিওনারিনের প্রস্থানের পর ষষ্ঠ উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে অর্ধ শতরানের জুটি করেন ব্রাভো। দলীয় ৩৬৩ রানে রামদিন ইশ সোধির বলে বোল্ড হয়ে ফিরে গেলে উইকেটে আসেন ড্যারেন স্যামি। অধিনায়ক স্যামির সঙ্গে আরো একটি অর্ধ শত রানের জুটি গড়ে তুলেন ব্রাভো। দ্বিতীয় ইনিংসের ১৩৩ তম ওভারে ইশ সোধির বল স্লিপে ঠেলে দিয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করেন ব্রায়ান লারার উত্তরসুরি বলে খ্যাত ড্যারেন ব্রাভো । চতুর্থ দিন শেষে অধিনায়ক স্যামিকে নিয়ে ব্যক্তিগত ২১০ রানে অপরাজিত আছেন ব্রাভো। স্যামি অপরাজিত ৪৪ রানে।সহজ জয়ের সুযোগ হাতছাড়া করা নিউজিল্যান্ডের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজে বাকি চার উইকেট তুলে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব । ওয়েস্ট ইন্ডিজ লিড নিলেও জয়ের পাল্লা কিউইদের দিকেই ঝুকে আছে।
সংক্ষিপ্ত স্কোর:
চতুর্থ দিন শেষে
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস- ৪৪৩/৬
ব্রাভো ২১০*, ডিওনারিন ৫২, রামদিন ২৪, স্যামি ৪৪*
নিউজিল্যান্ড বোলিং- সোধি ২-১৩০, বোল্ট ১-৯৬ ,সাউদি ১-৭১
ওয়েস্ট ইন্ডিজ ৪৭ রানে এগিয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া